

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্রামুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
জানা গেছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য মো. আক্রামুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন