বাগেরহাটের ফকিরহাটে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন ২১৯ পরিবার পেয়েছে জমি, গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা। এ নিয়ে উপজেলার মোট ৫৪০টি পরিবার মাথা গোজার ঠাঁই পেয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জমি ও গৃহপ্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারকে জমি ও গৃহসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মো. খালিদ হোসেন।
আরও পড়ুন: ২৭ দিন পর দেশে পৌঁছাল সৌদিতে নিহতদের মরদেহ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, অধ্যক্ষ বটু গোপাল দাশ, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির ও মো. ফারুকুল ইসলাম, উপকারভোগী রবি দাশ, ময়না দাশ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন