রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৪:৫৯ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

২৭ দিন পর দেশে পৌঁছাল সৌদিতে নিহতদের মরদেহ

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: কালবেলা
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: কালবেলা

সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি রাজশাহী। আজ বুধবার (৯ আগস্ট) দুপুরে ২৭ দিন পর নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। নিহতদের লাশ পেয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এর আগে গত ১৪ জুলাই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়। ঘটনার পরে তাদের মরদেহ হুফুফ কিং ফাহাদ মর্গে রাখা হয়েছিল।

রাজশাহী অঞ্চলের নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার বারইপাড়ার জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইন, একই এলাকার জমিরের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহাদাত হোসাইনের ছেলে মো. আরিফ, বাগমারার বড় মাধাইমুরির আনিসুর রহমান সরদারের ছেলে ফিরুজ আলী সরদার, নওগাঁর আত্রাই উপজেলার উদয়পুরের মন্ডল পাড়ার মৃত রহমান সরদারের ছেলে বারেক সরদার (৪৫), একই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত আজিজার প্রামাণিকের ছেলে রমজান আলী (৩৩), নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ওবায়দুল হক (৩৩)।

দুপুরে রাজশাহীর বাগমারা, নাটোর ও নওগাঁর নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে লাশবাহী গাড়ি পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। প্রিয় মানুষকে হারিয়ে আহাজারি করতে থাকে স্বজনরা। এর আগে নিহতদের মরদেহ দেশে আসার খবরে পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

দুপুর ২টা ২০ মিনিটে বাগমারা উপজেলার বারইপাড়ার জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান বলেন, সৌদি আরবে নিহতদের মধ্যে চারজন বাগমারার। কিছুক্ষণ আগে তাদের মরদেহ এলাকায় নিয়ে আসা হয়। জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে সরকারিভাবে সব ধরনের সাহায্য সহযোগিতা নিহতদের পরিবারকে করা হবে।

একই ঘটনায় নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ওবায়দুল হক (৩৩) নিহত হন। তারও মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে।

আরও পড়ুন: সৌদিতে নিহত ৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

এ বিষয়ে নাটোরের নলডাঙ্গার ৩ নং খাজুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ওবাইদুলের মরদেহ পরিবার পেয়েছে। কবর আগে থেকে প্রস্তুত করা ছিল। দুপুর আড়াইটায় চাঁদপুর বাজারে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সৌদি আরবে এ ঘটনায় নওগাঁর আত্রাই উপজেলার উদয়পুরের মন্ডল পাড়ার মৃত রহমান সরদারের ছেলে বারেক সরদার (৪৫), একই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত আজিজার প্রামাণিকের ছেলে রমজান আলীর (৩৩) মৃত্যু হয়। দুপুরে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলাম বলেন, নিহতদের মরদের আসার পরে বাদ জোহর দাফন সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল কেনায় ভারত শাস্তি পেল, চীন পেল না কেন?

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের দুরন্তপনা

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

এবার কোথায় বসবেন তারা

খাবার প্লেটের আকারের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

১০

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

১১

বিপিএল খেলা তারকা ক্রিকেটার প্রথমবার নাম লেখালেন সিপিএলে

১২

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন

১৩

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

১৪

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

১৫

এ যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

১৬

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

১৭

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

১৯

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

২০
X