ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আলেমরাই একদিন দেশের নেতৃত্ব দেবেন : ধর্ম উপদেষ্টা

দোয়া-মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা
দোয়া-মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে আলেমরাই একদিন এ দেশে নেতৃত্ব দেবেন। বর্তমানে মাদ্রাসার ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামজাদা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে।’

বাংলাদেশে আর কোনো দিন নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘তাদের (নাস্তিক) আর ঠাঁই হবে না এ দেশে। পাশাপাশি এ দেশে আর কোনো ঘুষখোর থাকবে না। ইসলাম ও কোরআনের আলোকে জীবনযাপন শুরু করলে মানুষের মধ্যে ইমানি শক্তি বাড়বে। আর অল্লাহর রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনকে অনুসরণ করে চললে রাষ্ট্রের দায়িত্বশীল কোনো ব্যক্তি অন্যায় পথে চলবে না। এতে রাষ্ট্র ও সমাজে সুশৃঙ্খলতা ফিরে আসবে এবং মহান আল্লাহর প্রদর্শিত পথে চলবে সবাই।

দেশে সব ধরনের দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়ে শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল ব্যক্তিরাসহ সবাই এগিয়ে আসবেন বলে আশা করেন তিনি।

ড. আ ফ ম খালিদ বলেন, অচিরেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবো আমরা। বিশেষ করে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। মূলত আমরা ক্ষমতা উপভোগ করতে আসিনি। যারা আগামীতে ক্ষমতায় আসবেন, তাদের পথকে সুগম করতেই আমরা রাষ্ট্রের দায়িত্ব সাময়িকভাবে পালন করছি।

বাংলাদেশে আর স্বৈরাচারের স্থান হবে না মন্তব্য করে ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে হকের পথে রাষ্ট্র পরিচালিত হবে, ইনশাআল্লাহ। মহান আল্লাহর পথই হবে সবার একমাত্র পথ; যেখানে শান্তি প্রতিষ্ঠা হবে।

এ সময় দারুননাজাত মাদ্রাসার বিগত দিনের সফলতার প্রশংসা করেন ড. আ ফ ম খালিদ হোসেন।

ছারছিনা দরবার শরীফের মরহুম পীর আলহাজ হজরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ রহ.-এর ইসালে সাওয়াব ও দারুননাজাত নেছারিয়া হিফজখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দু’আর মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াজ ও দোয়া-মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছারছিনা দরবার শরিফের পীর মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন। তত্ত্বাবধান করেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আ খ ম আবুবক্কর সিদ্দীক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছিনা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন আফসারি ও ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর হাজি মো. ইবরাহীম ও ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী সচিব শরিফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী

গুলশানে ডাক পেলেন পটুয়াখালী বিএনপির ৪ নেতা

৫ পদে একাধিক নিয়োগ দিচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

অনূর্ধ্ব-২০ দল / ৭ ফরোয়ার্ড নিয়ে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন?

জ্বালানি ঘাটতির জন্য রাজনীতিবিদরাও দায়ী : ফাওজুল কবির

উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

নতুন চমক নিয়ে ফিরছে ‘বাহুবলী থ্রি’

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

১০

শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাদ দিতে হবে : হাসনাত 

১১

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব খেলা মানায় না: সাকিব

১২

‘আমরা নিজেদের সঙ্গেই লড়ছি’ যশকে নিয়ে যা বললেন নুসরাত

১৩

এমবাপ্পের গোলের দিন ফ্রান্সের জয়, লুক্সেমবার্গকে হারিয়ে শীর্ষে জার্মানি

১৪

সদরঘাটে চালকের ছুরিকাঘাতে চালক খুন

১৫

মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ

১৬

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন

১৭

ডেপুটি ম্যানেজার নিচ্ছে দারাজ, সপ্তাহে দুদিন ছুটি 

১৮

বিপিএলে কমছে দল সংখ্যা, জানা গেল নিলাম কবে

১৯

ক্যালিফোর্নিয়ার প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রমের উদ্বোধন

২০
X