মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মওলানা রুহুল আমিনসহ (৫৫) দুই জনকে গ্রেপ্তার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
জানা গেছে, মাওলানা রুহুল আমিন মেহেরপুর শহরের খন্দকার পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।
অপরদিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পুলিশের অভিযানে জামায়াতের স্থানীয় নেতা আব্দুর রাজ্জাক (৬০) গ্রেপ্তার হয়েছেন। আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত রবগুল আলী বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৯ টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের পৃথক দুটি টিম জামায়াতের এই দুই নেতাকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সদর থানার ওসি সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনসহ বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তাদের শুক্রবার (১১ আগস্ট) সকালে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন