সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০২:১৪ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা শাখা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয় মাঠে দুপুর ২টায় শুরু হবে জেলার কর্মী সমাবেশ। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মী সমাবেশ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সমাবেশে লক্ষাধিক কর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন।

অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ ছাড়া, নায়েবে আমির শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুব আলম, শহর আমির জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম, প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মো. আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল আরও বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে বিগত ৫ আগস্ট দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। এরপর নানা বিষয়ে সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

জেলা আমির বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৩ বছরে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা বারবার বিঘ্নিত হয়েছে। বিশেষ করে গত সাড়ে ১৫ বছরে একটি ফ্যাসিবাদী সরকার জগদ্দল পাথরে মতো জাতির ঘাড়ে চেপে বসেছিল। এসময় বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদীর ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসির আদেশ ও পরবর্তীতে আমৃত্যু জেল এবং কারাগারেই তার শাহাদাত বরণ হয়েছে। দেশব্যাপী গণহত্যা, খুন, গুম, কথিত আয়না ঘরে বন্দী করে অমানবিক নির্যাতন করে পৈশাচিকতার চরম পরাকাষ্ঠা দেখানো হয়েছে। পাশাপাশি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে উপেক্ষা করে একগুঁয়েমি, দাম্ভিকতা ও স্বৈরাচারীভাবে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখে।

জেলা জামায়াতের আমির বলেন, এই কালো অধ্যায়ে সাতক্ষীরা জেলা জামায়াতের প্রায় ৩৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। নয় শতাধিক মামলায় লক্ষাধিক নেতাকর্মীকে আসামি করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তিন শতাধিক বাড়ি-ঘর, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। প্রায় দেড় যুগ পরে আমরা সাতক্ষীরার আপামর জনতার পাশাপাশি সাংবাদিক বন্ধুদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে আসতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।

তিনি বলেন, আগামী শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাতক্ষীরা সফর করবেন। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজ এবং মোসলেমা আদর্শ অ্যাকাডেমির ময়দানে রুকন (সদস্য) সম্মেলন হবে। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহান খানের মেয়ে ঐশীর নামে দুদকের মামলা

জাবিতে চার আবাসিক হলের নাম পরিবর্তন

বিশ্বকাপের ড্র আজ : কখন, কোথায় হবে জেনে নিন

আরও ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের

গরম ডাল-ভাতের সঙ্গে লেবু চিপে খাওয়া কি স্বাস্থ্যকর?

ফের বিতর্কে শাহরুখপুত্র

মহাসমাবেশ থেকে পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের 

বিপিএল: চট্টগ্রাম রয়্যালসের সমর্থকদের জন্য মিলল দুঃসংবাদ

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত

আরও ৩০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১০

কম্পিউটারের স্ক্রিন কি আপনার বয়স বাড়িয়ে দিচ্ছে, জানুন কী করবেন

১১

মালাইকার বিস্ফোরক মন্তব্য

১২

এভারকেয়ারে পৌঁছেছেন ডা. জুবাইদা

১৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

১৪

‘ঋতুকামিনী’র অপেক্ষায় অধরা

১৫

অধিকাংশ মানুষ কেন বাঁহাতে ঘড়ি পরেন, কারণ জানলে অবাক হবেন

১৬

বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন ডা. জুবাইদা

১৭

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

১৮

ফেব্রুয়ারিতেই ভোট হবে : ধর্ম উপদেষ্টা

১৯

ভারতে দুই বাংলাদেশিসহ পাঁচজনের যাবজ্জীবন

২০
X