বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

তাহিরপুরে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

বীজতলা তৈরির কাজে ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা
বীজতলা তৈরির কাজে ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা দেশের অন্যতম হাওর অঞ্চল হিসেবে পরিচিত। বর্ষার পানিতে প্লাবিত এই এলাকার মাটিতে সোনালি ধানের গল্প যুগ যুগ ধরে জড়িয়ে আছে। কৃষিকাজ এখানকার প্রধান জীবিকা। শীতের শুরুতে কৃষকদের ব্যস্ততা তুঙ্গে, কারণ এ সময় চলছে বোরো মৌসুমের জন্য বীজতলা তৈরির কাজ। গত বছর বোর ধানের ভালো ফলন হওয়ায় এবার কৃষকের সংখ্যা বেড়েছে।

গ্রামের হাওর পাড়ে গেলে দেখা যায়, কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীজতলা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ বীজ তলায় পানি দিচ্ছেন, কেউ জমির আইল ঠিক করছেন, কেউ মাটি কাটছেন, কেউ পাওয়ার টিলার দিয়ে বীজতলা খননসহ ধানের বীজ রোপণের প্রতিটি ধাপ দ্রুততার সঙ্গে শেষ করছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতবার বোরর বাম্পার ফলন হওয়ায় এবার কৃষকদের আগ্রহ বেড়েছে। সেই সঙ্গে কৃষকরা অধিক লাভের আশায় উচ্চফলনশীল হাইব্রিড ধান চাষের প্রতি ঝুঁকেছেন। এবার উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ শক্তি-১, শক্তি-২, জলক, জলক রাজ, অগ্রণী, ব্রি ধান- ৯২, মিতালী, মিতালী-৪, ইস্পাহানী, ব্রি ধান-৯৬ এসব বীজ ব্যবহার করছেন। হাইব্রিড জাতের ধানের উৎপাদনক্ষমতা বেশি হওয়ার পাশাপাশি এর বাজারমূল্যও ভালো পাওয়া যায়। কৃষকরা আশা করছেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, চলতি বছর উপজেলার ২৩টি হাওরে ১৭ হাজার ৪৩৯ হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার জন্য বীজতলা তৈরি হবে ৮৫৮ হেক্টর জমিতে। ইতিমধ্যে ১০৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। শনি, মাটিয়ান, আঙ্গারউলি, ফানা, মহালিয়াসহ সব হাওর পাড়ের কিষান-কিষানি এখন ব্যস্ত রয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে বীজতলা তৈরির কাজ শেষ হবে আর বোরো ধান রোপণ মৌসুম শুরু হবে।

শনির হাওর পাড়ের গৌবিন্দশ্রী গ্রামের কৃষক আহমদ উল্লাহ জানান, গতবার ৮কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমি চাষ করেছিলাম। এবছর ১১কিয়ার জমির জন্য বীজতলা তৈরী করছি। এসব জমিতে শক্তি-৩, ইস্পাহানী ও ব্রি ধান-৯৬ ব্যবহার করছি। অন্যান্য বীজের তুলনায় হাইব্রিড বীজের দাম বেশি হলেও এবার সবাই এই বীজেই ব্যবহার করছে। হাইব্রিড বীজের ফলন ভালো এবং আগে ফলে।

মাটিয়ান হাওর পাড়ের রতনশ্রী গ্রামের কৃষক মনশাদনুর জানান, আমরা এখন বীজতলা তৈরির কাজে ব্যস্ত। বোরো ধানের ফলন ভালো করতে হলে শুরুতেই ভালো বীজতলা দরকার। এখন যে বীজতলা করছি, সেখান থেকেই মাসখানেক পরে ধানের চারা তুলে জমিতে লাগাব।

তিনি আরও জানান, এবার আমি ৮কিয়ার জমি চাষ করার প্রস্তুতি নিয়েছি। ৮ কিয়ার জমির বীজতলার জন্য উচ্চ ফলনশীল ১২ প্যাকেট অগ্রণী জাতের বীজ সংগ্রহ করেছি। হাইব্রিড বীজে ফলন ভালো হয় এবং দ্রত ফসল কাটার উপযোগী হয়ে যায়।

শনির হাওরপাড়ের আরেক কৃষক মিল্লাদ হোসেন জানান, আমাদের জমিতে গত বছর বিএডিসির ১০ কেজি বীজের বস্তা লাগিয়েছি ১৮টা এবং মিতালী-৪ লাগিয়েছিলাম ৫ কেজি। মিতালী-৪ এর ফলন ভালো হওয়ায় এবার মিতালী-৪ নিয়েছি ১৪ প্যাকেট (এক কেজি প্রতি প্যাকেট) এবং বিএডিসির ১০কেজি বীজের বস্তা ৪টি। আর শক্তি-২ এনেছি ৫ প্যাকেট। এবার শক্তি-২ বেশি নিচ্ছে কৃষকরা। বিএডিসির বীজ সময়মতো না পাওয়া ও ফলন কম হওয়ায় এখন সবাই হাইব্রিড বীজের প্রতি ঝুঁকছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম কালবেলাকে বলেন, এবার যথা সময়ে বোরো ধানের বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। আশা করছেন রোপণ মৌসুমও যথাসময়ে শুরু হবে। এবার উচ্চফলনশীল বীজ ব্যবহারে কৃষকদের আগ্রহ বেড়েছে। কৃষকদের যে কোনো ধরনের সহযোগিতার জন্য মাঠপর্যায়ে আমাদের লোকজন কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

চুল পড়া রোধ করবে যে জিনিস

ডাকসু নির্বাচন, আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১০

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১১

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

১২

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১৩

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

১৪

ডাকসু নির্বাচন / আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

১৫

দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল

১৬

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

১৭

দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

১৮

ভিক্ষুকের বাসায় মিলল ৩ ভরি সোনা ও সাড়ে ৪ লাখ টাকা

১৯

জেলেই মারা গেলেন আসামি, কবরে গিয়ে ক্ষমা চাইল পুলিশ

২০
X