নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশের ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় জানতে নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, সকালে স্থানীয়রা পাকুড়িয়া বধ্যভূমির পাশের একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পান। এরপর পুলিশে সংবাদ দিলে পুলিশ সাড়ে ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে। লোকটি ৪৫ বছর থেকে ৫০ বছর বয়সি হবে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ফলে তিনি কীভাবে মারা গেছেন, তাৎক্ষণিক কোনো তথ্য জানানো সম্ভব হচ্ছে না। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, কালো চেকের শার্ট পড়া লোকটির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে পরিচয় জানতে নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সঙ্গে কথা বলা গেলে একটি ধারণা পাওয়া যাবে। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।
মন্তব্য করুন