সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে : জামায়াত আমির

সিলেটে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা  
সিলেটে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা  

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে; দেশকে যারা সম্মান করে না, তারা দেশে কারো কাছে ভোট চাইবে কী করে। এ রকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের সিলেট জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, কেবল আল্লাহর কাছে মাথা নত করেছে।’

জামায়াতের আমির আরও বলেন, ‘জামায়াত ১৬ বছর অনেক ত্যাগ করেছে, আরও ত্যাগের জন্য প্রস্তুত। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই।’

তিনি বলেন, ‘পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি কখনো আনসার লীগ, চাকরি লীগ, ইসকন লীগ হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্বজ্ঞানহীন নয় বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে।’

সমাবেশে তিনি সাবেক স্বৈরাচার সরকারকে ইঙ্গিত করে আরও বলেন, ‘খুনিরা গর্তে ঢুকেছে কিন্তু বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সব মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ গড়ত চায় যেখানে নারী-পুরুষের সমঅধিকার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য। সে জন্য দেশের জনগণের পূর্ণ সহযোগিতার দরকার। আর জনগণকে কাছে টানতেই ইতিবাচক রাজনীতি করছে জামায়াতে ইসলাম।’

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘পাড়া-মহল্লায় চাঁদাবাজি হচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। এ কাজ জামায়াতের একার পক্ষে সম্ভব না। এতে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে।’

এর আগে ভোর থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে ঘিরে দলটির নেতাকর্মীরা ছোট ছোট দলে মিছিল সহকারে সমাবেশস্থলে আসেন। এ ছাড়া সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করেন আমির ডা. শফিকুর রহমান। পরে ন্যাশনাল ডক্টরস ফোরাম সিলেটের আয়োজনে বিভাগীয় চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির। নগরের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাজধানীতে বিক্ষোভে নামছে জামায়াতসহ ৭ দল, জেনে নিন সময়-স্থান

‘টুপি পরার অপরাধে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো’

লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ভারতের কারাগারে বাংলাদেশি ৩ কিশোর, উৎকণ্ঠায় পরিবার

দূরে সরে যাচ্ছে চাঁদ, ‘বিপদে’ পড়ছে পৃথিবী?

বিশ্লেষণ / ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি সম্ভব

৪ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল, পাবেন আবাসন সুবিধা

‘ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে অনেকেই’

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

১২

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

১৩

প্লাস্টিক পণ্যে ঝুঁকছে মানুষ, ঐতিহ্য হারাচ্ছে বাঁশ-বেতশিল্প

১৪

অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর

১৫

অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি : আসিফ নজরুল

১৬

১৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

১৮ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৯

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

২০
X