মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে বিএনপি নেতার হুঁশিয়ারি

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ছবি : কালবেলা

ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘ভারত খুনিকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনার দুঃখে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। বাংলাদেশকে দুর্বল ভাববেন না। আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করলে দিল্লী পর্যন্ত খবর করে ছাড়বো। এ দেশের জনগণ যদি একবার ক্ষেপে যায়, যদি লড়াইয়ে নামে কোনো অপশক্তি সামনে ঠিকবে না। বন্ধুত্ব করলে হাসিনা নয় এ দেশের জনগণের সঙ্গে করুন। আমাদের হাত বাড়ানো আছে।’

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব উন নবী খান সোহেল আরও বলেন, ‘এ দেশে ৯ বছর লড়াই করে নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছিল। শুধু এ উদ্দেশ্যে যে, কোনো স্বৈরাচার থাকবে না। শেখ হাসিনা ক্ষমতার নেশায় শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করে সেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছেন। অন্য কোনো কারণে না হলেও শুধু এই কারণেই তার জেল হওয়া উচিত। শেষ পর্যন্ত ডামি নির্বাচন দিয়েছে।’

তিনি বলেন, ‘গত ১৬ বছর রাতে বাড়িতে ঘুমাতে পারিনি। কিছুদিন পর পর আমাদের কোনো রক্তাক্ত সহযোদ্ধা শহীদের গায়েবানা জানাযা পড়তে হতো। শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল। বিএনপির নেতাকর্মীদের একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তার বাপ-দাদার দেশ মনে করে ওনি যা ইচ্ছা তাই করেছেন। কিছুদিন পর ইন্ডিয়া গিয়ে আশ্বাস নিয়ে আসতেন। এইবার কোনো কিছুই কাজ হলো না। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করে শেখ হাসিনা এখন দেশ ছাড়া। এই দেশে আর আশার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ জুলাই-আগস্ট শহীদদের রক্তের কথা ভুলবে না। সব রক্তের হিসাব দিতে হবে। মরা মানুষ কখনও ফিরে আসে না। রাজনৈতিকভাবে যাদের মৃত্যু হয়েছে তাদের আর ফিরে আসার সুযোগ নেই। পালিয়ে গেছে চোরের মতো। যারা বলেছিল শহীদ জিয়া মরে গেছে বিএনপি শেষ হয়ে গেছে। এখন তাদের অনেকেই পালিয়ে গেছে।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, জেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুমন, সাধারণ সম্পাদক খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্র দলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ নেভিনসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রায় ২৭ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে খালেদ সাইফুল্লাহ সোহেলকে কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি ও হাজী ইসরাইল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১০

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১১

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১২

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৩

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৪

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৫

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৬

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৭

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৮

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৯

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

২০
X