সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকারের নির্মিত স্তম্ভে শ্রদ্ধা জানায়নি প্রশাসনসহ রাজনৈতিক দল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত বিজয় স্তম্ভে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করেনি উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক কোনো দল। তবে উপজেলা পরিষদের শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে গিয়ে দেখা যায় শহীদ মজনু পার্কের বিজয় স্তম্ভে ধুলোবালিতে নোংরা হয়ে আছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য নেওয়া হয়নি কোনো উদ্যোগ।

সূত্র জানায়, উপজেলা পরিষদে যাওয়ার প্রধান সড়কে মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ এলাকায় তিন রাস্তার মোড় খ্যাত শহীদ মজনু পার্ককে ২০১৫ সালে উপজেলার সব শহীদদের স্মরণে আওয়ামী লীগ সরকারের সময় নির্মিত হয় মুক্তিযুদ্ধ বিজয় স্তম্ভ। বিজয় স্তম্ভটি নির্মাণের পর থেকে বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করতেন। কিন্তু এ বছর উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পার্ককে বিজয় স্তম্ভ নির্মাণ করায় উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলসহ অনেকে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেনি। তবে উপজেলা পরিষদ চত্বরে যে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে সেটিও আওয়ামী লীগ সরকারের আমলে নির্মাণ করা হয়েছে। তাহলে কেন এমন সিদ্ধান্ত।

সুশাসনের জন্য নাগরিক সুজনের সোনারগাঁও উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, বিজয় দিবসে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ দৃষ্টিকটু। বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন বিজয় স্তম্ভেই করা উচিত ছিল। এড়িয়ে যাওয়ার বিষয়টি দুঃখজনক।

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসররা একটি পার্কে এ বিজয় স্তম্ভ নির্মাণ করেছেন। তাই বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়নি। তাছাড়া উপজেলা প্রশাসনের সিদ্ধান্তেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বিজয় দিবস উদযাপনে পুষ্পস্তবক অর্পণ উপ-কমিটির আহ্বায়ক ও এসিল্যান্ড মঞ্জুরুল মোর্শেদ কালবেলাকে বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের আপত্তির কারণে উপ-কমিটির সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক এবছর বিজয়স্তম্ভে শ্রদ্ধা না জানিয়ে শহীদ মিনারে জানানো হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান কালবেলাকে বলেন, বিজয় দিবসের প্রস্তুতি সভায় সবার ঐক্যমত্যের কারণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া পুষ্পস্তবক অর্পণ উপ-কমিটির কাছে রাজনৈতিক দলের নেতারা এ বছর বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে আপত্তি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে দারাজ, কাজ করতে পারবেন নিজ নিজ জেলায়

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে : টুকু

‘জুলাই সনদ’ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি

‘সিলেটে পাথর লুটে জড়িতদের পুরো তালিকা প্রকাশ করবে প্রশাসন’

নির্ধারিত সময়ে হয়নি ওষুধের তালিকা হালনাগাদ ও মূল্য নির্ধারণ প্রতিবেদন

পরশু, তরশু নাকি আজই?

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

স্ত্রীর প্রতারণার ভয়ংকর বর্ণনা দিলেন শওকত

যে ৩৩ ওষুধের দাম কমিয়েছে ইডিসিএল

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

১০

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

১১

দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করতে হবে শিক্ষার্থীদের, জানাল শিক্ষা বোর্ড

১২

দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না : চরমোনাই পীর

১৩

ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান 

১৪

শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত, থানায় মামলা

১৫

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

১৬

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৭

আলোচিত সেই কৃষি কর্মকর্তা বদলি

১৮

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

১৯

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

২০
X