কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিহান হত্যাকাণ্ড, গ্রেপ্তার ৬

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় জড়িতদের নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় জড়িতদের নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে গাজীপুরের সালনা, কোনাবাড়ি, বাসন ও টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন- তাকওয়া পরিবহনের চালক ও ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার আমগাছীহান্দা গ্রামের হালিম উদ্দিন সরওয়ার হোসেন (২৮), সিএনজিচালিত অটোরিকশাচালক ও কুড়িগ্রাম রৌমারি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে নাজিম উদ্দিন (৩৫), সিএনজিচালক ও কুড়িগ্রাম ওলিপুর থানার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে ফুল ইসলাম (৪২)।

আজমেরি বাসের হেলপার ও লক্ষ্মীপুর সদরের জামেরতলী গ্রামের মালেকের ছেলে জুয়েল (২৪), তাকওয়া বাসের স্টাফ ও জয়পুরহাটের মোহনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. মিলন (২৭) ও চা দোকানি ভোলার চরফ্যাশনের সুলতান বয়াতির ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আমিনুল ইসলাম বলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবীর হোসেন শিহান মৌচাক হানিফ স্পিনিং মিলের সামনে গত বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীদের কবলে পড়েন। আসামিরা তাজবীরকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় মামলা হলে জড়িতদের গ্রেপ্তারে নামে পুলিশ। প্রথমে একটি চোরাই মোবাইল কারবারি আনোয়ার হোসেন থেকে নিহতের মোবাইল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করা হয়। সোমবার রাতে সালনা, কোনাবাড়ি, বাসন ও টঙ্গীতে অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা একটি ছিনতাইকারী চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সিএনজিতে করে চন্দ্রা, মৌচাক, কোনাবাড়ি, চৌরাস্তা ও টঙ্গী এলাকায় ছিনতাই করে। তাদের থেকে নিহতের মোবাইল ফোন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ চারটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ, মৌচাক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম প্রমুখ।

গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অফিসে যাওয়ার পথে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

হাজিদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মক্কা পুলিশ

পলিথিনে মোড়ানো অ্যাম্বুলেন্স রিকশাভ্যানই রোগীদের ভরসা

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

১০

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

১১

ছুটির ৩ দিনে ঢাকায় টানা সমাবেশ

১২

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

১৪

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

১৫

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

১৬

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

১৭

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

১৮

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

২০
X