চৌদ্দগ্রাম বাজারের ওহাব মার্কেটে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। শনিবার (১২ আগস্ট) রাতে ওই ঘটনা ঘটে।
আজ রোববার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাফা পর্দা গ্যালারি নামক দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ভুঁইয়া ফার্মেসি, পপুলার মেডিকেল হল, নয়ন মাইক, ফালগুনি মেডিকেল হলসহ ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে। এসব দোকানের মালামাল পুড়ে গেছে।
আগুনের খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
ফালগুনি মেডিকেল হলের মালিক বাহাউদ্দিন রোমন বলেন, ‘শনিবার গভীর রাতে দোকানে আগুন লাগার খবর শুনে ছুটে আসি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু দোকানে থাকা প্রায় ১৭ লাখ টাকার ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে।’
পপুলার মেডিকেল হলের মালিক রাকিব হোসেন বলেন, ‘ঋণ করে ওষুধের দোকানটি দিয়েছি। শনিবার রাতের আগুনে আমার স্বপ্ন পুড়ে ছাই হয়েছে।’
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে এনে পাশের অন্যান্য দোকান রক্ষা করা হয়।’
মন্তব্য করুন