শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয় কল্পনাকে : পুলিশ

পুলিশের হাতে গ্রেপ্তার শিশু কল্পনা খাতুন হত্যাকাণ্ডে জড়িত আসামি নূর জামাল। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার শিশু কল্পনা খাতুন হত্যাকাণ্ডে জড়িত আসামি নূর জামাল। ছবি : কালবেলা

পাবনার চাটমোহরের শিশু কল্পনা খাতুন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যা জড়িত আসামি নূর জামাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামি স্বীকার করেন, ধর্ষণে ব্যর্থ হয়ে গলায় পরনের পায়জামা পেঁচিয়ে হত্যা করার পর কল্পনার লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) জেলা পুলিশ পাবনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনূর রহমান।

আসামি নূর জামাল চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আনিসুর রহমান মল্লিকের ছেলে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার কল্পনা খাতুন চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের চরমথুরাপুর ওয়াপদা বাঁধ এলাকার আলাল হোসেনের মেয়ে এবং চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, শিশু কল্পনা খাতুন গত ১৩ ডিসেম্বর বিকেল ৩টার দিকে মথুরাপুর সেতু এলাকা থেকে নিখোঁজ হয়। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে গুনাইগাছা ইউপির পৈলানপুর গ্রামের মোহাম্মাদ আলীর লিচু বাগানের মধ্যে লাশ পাওয়া যায়। পরদিন কল্পনার মা চাটমোহর থানায় হত্যা মামলা করেন।

আরও জানা গেছে, পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশনায় আসামিদের ধরতে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নূর জামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে গলায় ফাঁস দেওয়ার কাজে ব্যবহৃত কল্পনার পায়জামা, জামা, সোয়েটার ও একজোড়া বার্মিজ স্যান্ডেল জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে নুর জামাল অপরাধ স্বীকার করে জানান, ১৩ ডিসেম্বর শুক্রবার দহপাড়া খানকা শরিফে ইসলামি জালসা ছিল। সেখান থেকে ৫০ টাকার গাঁজা কিনে সেবনের পর বাড়ির দিকে রওনা হন। পথে শিশু কল্পনা খাতুনকে বসে থাকতে দেখে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিশুটির প্রতিবেশী চাচা নুর জামাল।

তিনি আরও বলেন, আসামি বাড়ির রাস্তায় না গিয়ে বিকৃত যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে কল্পনাকে মোহাম্মাদ আলীর লিচু বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করলে লোকজন জেনে যাবে ভয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য পরনের পায়জামা খুলে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু নিশ্চিত করে সে ঘটনাস্থল ত্যাগ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের প্রতিবাদ

‘গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানূষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে’

বিএনপিই একমাত্র শ্রমজীবী বান্ধব দল : রোকনুজ্জামান তালুকদার

বিশিষ্টজনের মত / পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ

মে দিবসে ছাগল উপহার পেল শতাধিক পরিবার

টাঙ্গাইলের জামুর্কীর সন্দেশ পেল জিআই স্বীকৃতি

বরিশালের আমড়া পেল জিআই স্বীকৃতি

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

১০

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

১১

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

১২

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

১৩

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

১৪

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

১৫

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

১৬

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

১৭

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

১৮

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১৯

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

২০
X