নাটোরের বড়াইগ্রামে পৃথক দুর্ঘটনায় আম্বিয়া খাতুন ও ঊর্মি খাতুন নামে দুই নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে তারা মৃত্যুবরণ করে বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, আজ দুপুরে গৃহবধূ আম্বিয়া খাতুন তার নিজ বাড়ির মাটির দেয়াল কাদা দিয়ে লেপনের কাজ করছিল। এ সময় ওই মাটির দেয়াল ভেঙে তার শরীরে পড়ে। এতে সে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে উর্মি খাতুন ভবানীপুর স্লুইস গেট এলাকায় বড়াল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন খোঁজাখুজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টার পর তার মরদেহটি উদ্ধার করে।
জানা গেছে, নিহত আম্বিয়া খাতুন জালশুকা গ্রামের আব্দুর রহমান প্রামাণিকের স্ত্রী। অপর নিহত গৃহবধূ উর্মি খাতুন জোয়ারি ভবানীপুর গ্রামের রাজমিস্ত্রি মিনাউল ইসলামের স্ত্রী।
মন্তব্য করুন