কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি দখল চেষ্টার অভিযোগ আ.লীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে

চাঁদপুরের কচুয়া থানা। ছবি : কালবেলা
চাঁদপুরের কচুয়া থানা। ছবি : কালবেলা

চাঁদপুরের কচুয়ার জমি বিক্রিতে বাধা এবং দখল চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী লীগ নেতা বাতেন সরকারের দ্বিতীয় স্ত্রী সায়েরা বেগমের (পুন্নি) বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্নভাবে হুমকি ও হয়রানির মধ্যে পড়েছেন মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী মাহমুদা রহমান (৫৪)।

ভুক্তভোগীর পরিবার জানায়, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিটি দীর্ঘদিন ধরে ভোগ করছেন মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান। তার মৃত্যুর পর ২০২২ সালে জমিটি বিক্রি করার সিদ্ধান্ত নেন তার স্ত্রী মাহমুদা রহমান। কুলসুম নামে এক নারীর কাছে জমি বিক্রির জন্য অগ্রিম টাকাও নেন তিনি। কিন্তু জমি বিক্রিতে বাধা দেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাতেনের স্ত্রী পুন্নি। তার কাছে জমি বিক্রি করতে স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল, স্বপন ও ফারুককে দিয়ে চাপ ও বিভিন্নভাবে হয়রানি করা হয়। এতে ব্যর্থ হয়ে কচুয়ার সাচার থানায় এসআই আনোয়ারের উপস্থিতিতে গত বছরের ১৩ মে জোর করে ভুক্তভোগী মাহমুদা রহমানের কাছে থেকে স্ট্যাম্পে সই করে নেওয়া হয়।

মাহমুদা রহমানের ছেলে গালিব জানান, ২০২২ সাল থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে জমিটি বিক্রিতে বাধা দেওয়া হচ্ছে। তারা এলাকায় এখনো ত্রাসের রাজত্ব কায়েম করছে। আওয়ামী সরকারের পতনের পরেও তারা শক্তি প্রয়োগ করে যাচ্ছে, জমি বিক্রিতে বাধা দিচ্ছে। নানাভাবে হুমকি-হয়রানির পাশাপাশি জমি দখলেরও চেষ্ট করা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি চেষ্টা করেও সমাধান করতে ব্যর্থ হন। পরে আমার মাকে সাচার পুলিশ ফাঁড়িতে নিয়ে সাচার আওয়ামী লীগ নেতা বাশারসহ স্বৈরাচারের অনেক নেতাকর্মীর উপস্থিতিতে জোর করে স্ট্যাম্পে সই নেয়। সেখানে লেখা, আমরা তাদের কাছে জমি বিক্রি করব এবং এর জন্য নাকি আমরা টাকাও নিয়েছি। অথচ আমরা কোনো টাকা নিইনি।

গালিব আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর এখন ওই স্ট্যাম্পের মাধ্যমে জায়গা বিক্রি করতে পুন্নি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি দিয়ে আসছেন। এমনকি আমাদের নামে উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ দায়ের করেছেন। আমরা ন্যায় বিচার চাই।

মুক্তিযোদ্ধা সাদেকুর রহমানের স্ত্রী ভুক্তভোগী মাহমুদা রহমান জানান, কুলসুম এবং পুন্নি, দুজনই বাড়ির মানুষ। জমিটি নেওয়ার জন্য প্রথমে পুন্নিকে বললে তিনি সাড়া দেননি। পরবর্তী চেয়ারম্যানের উপস্থিতিতে কুলসুমের কাছে জমি বিক্রির অগ্রিম টাকা নিই। ছেলে বিদেশ থাকায় রেজিস্ট্রেশন পরে করা হবে বলে কথা হয়। জমি বিক্রির খবর শোনার পর থেকেই পুন্নি তার কাছে জমি বিক্রি করতে উঠেপড়ে লাগে।

তিনি আরও বলেন, পুন্নি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জমি বিক্রির জন্য দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছে। আমার স্বামীর মৃত্যুর পর তা আরও বেড়ে যায়। বিভিন্ন জনের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি। তারা জোর করে আমার কাছ থেকে স্ট্যাম্পে সই নিয়েছে।

তিনি আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। স্বৈরাচারের আমলে কারও কাছে বিচার পাইনি। আশা করি, নতুন বাংলাদেশে আমি ভয়, হুমকি ও হয়রানিবিহীন বাকি জীবন বাঁচতে পারব।

অভিযুক্ত সায়েরা বেগম মুঠোফোনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তবে জমিটি তিনি চান সে কথা স্বীকার করেছেন।

কচুয়া থানার এসআই আনোয়ার জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। থানায়ও বসা হয়েছিল। তবে, সায়েরার মাধ্যমে মাহমুদা রহমানকে হয়রানির বিষয়টি জানা নেই। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। তবে, জমির মালিক যেখানে ইচ্ছে তার জমি বিক্রি করতে পারেন।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী জানান, আগামী ১৫ জানুয়ারি বিষয়টি নিয়ে আমরা বসব। সব পক্ষের কথা শুনে সমাধান করার চেষ্টা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসভায় হামলা-ভাঙচুর গণতন্ত্রের ওপর গভীর হুমকি : জেএসডি

একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল

সিলেটকে বাংলাদেশের ১ম দুর্নীতিমুক্ত জেলা ঘোষণার উদ্যোগ

সাবেক সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ : টুকু

ঢাকায় নেত্রকোনা মুক্ত দিবস উদযাপন

এনসিপির প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা কাল

যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুনের অনন্য যেসব শক্তিমত্তা

যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

১০

গুলিবিদ্ধ বিএনপি নেতার খোঁজ নিলেন জামায়াত নেতারা

১১

শাটল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

১২

চিকিৎসাধীন অবস্থায় চবি ছাত্রদল নেতার মৃত্যু

১৩

‘বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে টাকা ফেরত দিতেই হবে’

১৪

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের সময় দুই কর্মী আটক

১৫

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

১৬

শারীরিক প্রতিবন্ধী আলিফের পাশে চট্টগ্রামের ডিসি

১৭

‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

১৮

মসজিদের ভেতর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

১৯

বহিষ্কৃতদের প্রত্যাবর্তনে ছন্দে ফিরছে সিলেট বিএনপি

২০
X