কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে এনসিপির জোট বাঁধা নিয়ে যা বললেন আব্দুল কাদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় যতই কাছে আসছে, ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণগুলো স্পষ্ট হচ্ছে। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাচ্ছে—এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। বরং জামায়াতে ইসলামীর সঙ্গী হতে যাচ্ছে এনসিপি। এবার জামায়াতের সঙ্গে এনসিপির জোট করছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

এতে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিকে যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান আব্দুল কাদের।

স্ট্যাটাসে বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।’

আব্দুল কাদের আরও লেখেন, ‘জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল ৫০ আসন, দরকষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি।’

আব্দুল কাদের দাবি করেন, ‘জামায়াতের পক্ষ থেকে জোটসঙ্গী হিসেবে আসনপ্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে দেড় কোটি টাকা। সমঝোতার ৩০ আসনে কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামায়াতের অন্যতম আস্থাভাজন, নাসীরুদ্দীন পাটওয়ারী আর জামায়াতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজন মিলেই এনসিপির ৩০ প্রার্থী চূড়ান্ত করবেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ সমন্বয়ক বলেন, ‘ছোটন গংয়ের সঙ্গে নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটন গং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে জামায়াতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধীদলীয় নেতা।’

সবশেষে তিনি লেখেন, ‘এত এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার-পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল; নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

নতুন সংকটে নোয়াখালী, কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত খালেদ মাহমুদের

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

কিয়ারার স্পষ্ট বার্তা

বড়দিনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

কেয়ামতের আগে ফোরাত নদীতে যে আলামত প্রকাশ পাবে

জানা গেল হাদির খুনিকে পালানোর ব্যবস্থা করেন কারা

সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

তারেক রহমানকে স্বাগত জানিয়ে আজহারির স্ট্যাটাস 

শীতে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী, ৮৭ শতাংশই শিশু

১০

তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস 

১১

হাদি হত্যার বিচারের দাবিতে প্যারিসে বিদ্রোহ

১২

হাড় ভাঙা শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

১৩

তারেক রহমানের মহাপ্রত্যাবর্তন : আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে এলো

১৪

সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার

১৫

দিপু হত্যায় মামলায় গ্রেপ্তার আরও ৬

১৬

জামায়াতের সঙ্গে এনসিপির জোট বাঁধা নিয়ে যা বললেন আব্দুল কাদের

১৭

গুলশানের বাসায় পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান

১৮

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ৯ খাবার, বাদ দিন এখনই

১৯

ফের আলোচনায় সেই রায়হান জামিল

২০
X