

কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। তীব্র ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পুরো জেলা। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সূর্যের দেখা মিলছে না। এতে শ্রমজীবীরা চরম বিপাকে পড়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিন দেখা গেছে, ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে গোটা উপজেলা। শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের পরিবারগুলো। অনেকেই প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না। তবে তীব্র শীত উপেক্ষা করে অনেকেই কাজে বেরিয়েছেন। কেউ কেউ খোলা জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) গোলজার হোসেন জানান, শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। আগুন পোহাতে গিয়ে অনেকেই অগ্নিদগ্ধ হয়ে পড়েন। এই সময়ে ঘরের ভেতর কখনোই কয়লা বা কাঠ জ্বালানো যাবে না, আগুনের পাশে দাহ্য বস্তু, কাপড় বা প্লাস্টিক না রাখা, শিশুদের আগুনের কাছ থেকে দূরে রাখার পরামর্শ দেন তিনি। এছাড়াও খোলা জায়গায় আগুন লাগানো একদম নিষেধ রয়েছে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, জেলায় সকাল ৬টায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ।
তিনি আরও বলেন, আগামী দুই থেকে তিন দিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে। তবে মাসের শেষে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন