কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

সৈকতে সাবেক কাউন্সিলর হত্যার ঘটনায় আটক ২

নিহত সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। ছবি : সংগৃহীত
নিহত সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। ছবি : সংগৃহীত

কক্সবাজার সৈকতে দুর্বৃত্তের গুলিতে খুলনা সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু (৫৫) নিহতের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে ও বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- খুলনা সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে সালু (৫৩)। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে হোটেল সীহিল থেকে আটক করে র‌্যাব। পরে শুক্রবার ভোরে র‌্যাব কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মেজবাহ হক ভুট্টোকে আটক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলাম রব্বানী টিপু সৈকত তীরের হোটেল সীগাল সংলগ্ন ঝাউবনের ভেতরে গতকাল রাতে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে টিপুর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যান। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, শেখ ইফতেখার বৃহস্পতিবার সকালে কক্সবাজারে আসেন। তারা সকাল ৭টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন। হোটেলের অতিথি লিপিবদ্ধ বইয়ে দেখা গেছে, আটক ইফতেখার ও নিহত গোলাম রব্বানী টিপুর সঙ্গে রুমি (২৭) নামে এক নারীও ছিলেন। ওই নারী পলাতক রয়েছেন। সূত্র জানায়, পলাতক রহস্যময়ী নারী রুমি খুলনা মেডিকেল কলেজের ছাত্রী।

এইচএম সাজ্জাদ হোসেন আরও জানান, হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গতকাল সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বের হন। এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর হত্যার রহস্য উন্মোচনে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। এর মধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে আজ শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত গোলাম রব্বানী টিপুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হতভাগা টিপুর ভগ্নিপতি ইউনুস আলীর নেতৃত্বে স্বজনরা কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গ থেকে মরদেহ গ্রহণ করে খুলনার উদ্দেশ্যে রওনা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামায়াত নেতাকে জরিমানা

দুধ চা ছাড়া চলেই না? জানুন নিয়মিত খেলে শরীরে কী হতে পারে

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

‘দলীয় পুলিশ’ থেকে স্ব-মহিমায় ফেরার অঙ্গীকার আইজিপির

সংসার ভাঙছে তাহসান–রোজার

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাগপার রাশেদ প্রধান

বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের চতুর্থ এজিএম অনুষ্ঠিত

খালেদা জিয়ার দেশপ্রেম ও আপসহীনতাই আমাদের আদর্শ : ইশরাক

মাদুরোর মতো পুতিনকেও তুলে নেওয়ার প্রস্তাবে যা বললেন ট্রাম্প

১০

মাদ্রাসা কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা, তালিকা চেয়েছে সরকার 

১১

আবারও ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প

১২

পাবনার ২টি আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন

১৩

কিশোরগঞ্জে ছেলের হাতে বাবা খুন

১৪

আ.লীগ নেতাকর্মীদের হয়রানি করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি হারুনের

১৫

বিএনপির নির্বাচনী অফিসে কল সেন্টার চালু

১৬

গ্লিসারিন কি ত্বক ও মুখের জন্য ভালো

১৭

ইরানে বিক্ষোভ দমনে বিদেশি মিলিশিয়া মোতায়েনের অভিযোগ

১৮

বিএনপি নেতাকে বেধড়ক মারধর

১৯

ওসির সঙ্গে আ.লীগ নেতাদের গোপন বৈঠক

২০
X