কুমিল্লা বরুড়া উপজেলায় ৩০টি গাঁজার গাছসহ (ডালপালা ও শিকড়) এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। আজ বুধবার তাকে আটক করা হয়।
জানা গেছে, বরুড়ার গালিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবুজ (২৫), মা পেয়ারা বেগম (৪৫) ও বাবা সেলিম এই মাদক কারবারি করে আসছিলেন। এদিকে সবুজের নানি তাহেরা বেগম দীর্ঘদিন ধরে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেনের দিক নির্দেশনায় পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামে সহযোগিতায় গাঁজা গাছসহ একজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।
পলাতক আসামি সবুজ গাঁজা গাছের ডাল, শিকড় সংগ্রহ করে এলাকায় ও তার পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করত।
এই বিষয়ে ওসি মো. ফিরোজ হোসেন জানান, পলাতক সবুজকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গাঁজা চাষের অপরাধে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন