রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

১০৮ দিনেই কোরআনের হাফেজ শিশু তামিম

তামিম চৌধুরী। ছবি : কালবেলা
তামিম চৌধুরী। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে ৩ মাসে কোরআনের হাফেজ হলেন ৮ বছর বয়সী তামিম চৌধুরী। ৩ মাস ১৮ দিনে অর্থাৎ মাত্র ১০৮ দিনে তামিম চৌধুরী পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ করেছেন। বাবার স্বপ্ন পূরণে তামিমকে ভর্তি করানো হয় মাদ্রাসায়। তারপর নাজরানা বিভাগে পড়ার মাত্র ৩ মাস ১৮ দিনে পবিত্র কোরআন হিফজ করে সে। দ্রুত সময়ে হিফজ সম্পন্ন করায় আনন্দিত তার পরিবার ও শিক্ষকরা।

তামিম চাটখিলদ উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি গ্রামের বাহার চৌধুরী ও মারজাহান আকতার দম্পত্তির একমাত্র ছেলে। তামিমের বড় তিন বোন রয়েছে। সে মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

তামিম ২০১৭ সালের জন্মগ্রহণ করেন। বাবার স্বপ্ন পূরণে তামিমকে মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসায় ভর্তি করানো হয়। তারপর নাজরানা বিভাগে পড়ার মাত্র ৩ মাস ১৮ দিনে পবিত্র কোরআন হিফজ করে সে। দ্রুত সময়ে হিফজ সম্পন্ন করায় আনন্দিত তার পরিবার ও শিক্ষকরা।

তামিম চৌধুরী। ছবি : কালবেলা

শিশু তামিম বলেন, ‘অল্প সময়ে হাফেজ হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ! আমার ওস্তাদরা আমাকে অনেক বেশি সহায়তা করেছেন। ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রথম ভেবেছিলাম অনেক কঠিন হবে। কিন্তু আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে বড় একজন আলেম হতে পারি।’

তামিমের মা মারজান আকতার বলেন, ‘কোরআনের হাফেজ হয়ে তামিম আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদের ছেলেকে ইসলামের জন্য কবুল করে।’

স্থানীয় কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমাম হাসান কালবেলাকে বলেন, ‘তামিম মাত্র ১০৮ দিনে হিফজ শেষ করেছে, এ জন্য আমরা খুব আনন্দিত। তার যত্ন নেওয়া গেলে ভবিষ্যতে সে আরও বড় আলেম হবে। আমরা তার জন্য দোয়া করি।’

মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সিফাতুল ইসলাম বলেন, ‘তামিম অল্প সময় নাজেরানা পড়ে হেফজ বিভাগে সবক শুরু করে। সবক শুরু থেকে ৩ মাস ১৮ দিনে অর্থাৎ মাত্র ১০৮ দিনে কোরআনে হেফজ সম্পন্ন করে। তামিমের এমন মেধা অর্জনে আমরা গর্বিত। আমরা আশা করছি, তামিম আন্তর্জাতিকভাবেও দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনবে। ইনশাআল্লাহ!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচ্ছেদ গুঞ্জনে যা বললেন পূর্ণিমা

এমবেউমোর জোড়া গোলে ম্যানইউর টানা তৃতীয় জয়

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ!

জেন-জির বিক্ষোভে দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

নতুন সরকার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানালে থাকবেন কি না, জানালেন ধর্ম উপদেষ্টা

ভুটান সরকারের ‘পাখিবাড়ি’

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ

আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি প্রার্থী

দুর্ঘটনার কয়েক মাস আগে থেকেই ‘শাহাদাতের’দোয়া পড়ছিলেন জুনায়েদ জামশেদ

বিএনপি নেতাকে দেওয়া মালায় ১০ লাখ টাকার চেক

১০

নতুন ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা জারি, আঘাত হানতে পারে যেসব স্থানে

১১

সিএনজি চালকদের জরুরি নির্দেশনা দিলেন এসএমপি কমিশনার

১২

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ

১৩

মুফতি অপহরণ  / আগেই কোনো পক্ষকে দায়ী না করার আহ্বান জিএমপির

১৪

বিশেষ একটি প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে কোথায় আছে : মুরাদ

১৫

নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে সরাতে হবে : আমীর খসরু 

১৬

সুবিধাবাদী মহল ইসলামকে নিজেদের মতো উপস্থাপন করতে চাইছে : জমিয়ত

১৭

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সব সিদ্ধান্ত বাতিলের দাবি

১৮

৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক 

১৯

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ২১ দফা দাবি বিএফইউজের 

২০
X