সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে পুড়ল ১৮ দোকান, ক্ষতি প্রায় ২০ কোটি

আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানের অংশ বিশেষ। ছবি : কালবেলা
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানের অংশ বিশেষ। ছবি : কালবেলা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়। উপজেলার প্রধান কয়েকটি বাণিজ্যকেন্দ্রের চরমজিদ ভূঞারহাট বাজার অন্যতম।

রোববার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ভূঞারহাট বাজার জিরো পয়েন্ট, দক্ষিণ বাজার এমপি মার্কেট সংলগ্ন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাজার পাহারাদার জয়নাল জানান, রাতে জিরো পয়েন্ট কাইয়ুম মোটর অ্যান্ড পার্টসের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ছুটে এলেও আগুন দ্রুত পুরো দক্ষিণের দোকানগুলোর দিকে ছড়িয়ে পড়ে। পরে সুবর্ণচর ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কিন্তু এর আগেই আগুনে মার্কেটের মোটরসাইকেল গ্যারেজ, মুদি গোডাউন, ওষুধের দোকান, যমুনা ইলেকট্রিকের অস্থায়ী গুদাম, মা জননী ইলেকট্রনিকসসহ অন্তত ১৮টি দোকান পুড়ে যায়।

এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ব্যবসায়ীদের দাবি তারা প্রায় ২০ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আগুনে পুড়ে যাওয়া কাইয়ুম মোটর অ্যান্ড পার্টসের স্বত্বাধিকারী মো. ইমাম উদ্দিন জনি বলেন, আগামীকাল সকালে আমি কয়েকটি কোম্পানির মালের পণ্যের জন্যে ব্যাংকে টিটি করতে দোকানে নগদ ২৪ লাখ টাকা ক্যাশ রেখেছি। হঠাৎ খবর পেলাম আগুন লেগেছে। দোকানের সামনে গিয়ে দেখি আমার সব পুড়ে ছাই। সুবর্ণচরের দক্ষিণ অঞ্চলে আমার মোটরপার্টস্ দোকানটি বৃহত্তর। আমার দোকানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের মালামাল ভর্তি ছিল। আমি পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি। এ ঘটনায় আমি শেষ হয়ে গেলাম।

অগ্নিকাণ্ডে মা জননী ইলেকট্রনিকস অ্যান্ড পার্টস দোকানের মালিক কাজল বলেন, এখানে বেশিরভাগ ব্যবসায়ী পাইকারি ও খুচরা মালামাল বিক্রি করে। অনেকগুলো দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের কোটি কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. নুরুন্নবী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে চলে আসে এবং কাজ শুরু করে। পরে স্থানীয় জনগণের সহায়তায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের জানামতে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়েছে, তবে আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেল ঔড়ব আজাদ

সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

১০

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১১

১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ 

১২

ডায়েট সোডা কি সত্যিই নিরাপদ? গবেষণার ফল যা জানাচ্ছে

১৩

পর্দায় নরেন্দ্র মোদির ‘মা’ হচ্ছেন রাবিনা ট্যান্ডন

১৪

‘খুদে মেসি’ সোহান এখন স্বপ্ন পূরণের দোরগোড়ায়

১৫

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে ডাচ মন্ত্রীকে যা বললেন প্রধান উপদেষ্টা

১৬

মুশফিকের শততম টেস্টে সাকিবের আবেগঘন বার্তা

১৭

পেনাল্টি মিসে বছরের শেষ ম্যাচ জিততে পারল না ব্রাজিল

১৮

এটা তোমার জয় নয়, অভিশপ্ত জীবনের শুরু: জিতু কামাল

১৯

মুশফিকের শততম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

২০
X