সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে পুড়ল ১৮ দোকান, ক্ষতি প্রায় ২০ কোটি

আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানের অংশ বিশেষ। ছবি : কালবেলা
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানের অংশ বিশেষ। ছবি : কালবেলা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়। উপজেলার প্রধান কয়েকটি বাণিজ্যকেন্দ্রের চরমজিদ ভূঞারহাট বাজার অন্যতম।

রোববার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ভূঞারহাট বাজার জিরো পয়েন্ট, দক্ষিণ বাজার এমপি মার্কেট সংলগ্ন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাজার পাহারাদার জয়নাল জানান, রাতে জিরো পয়েন্ট কাইয়ুম মোটর অ্যান্ড পার্টসের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ছুটে এলেও আগুন দ্রুত পুরো দক্ষিণের দোকানগুলোর দিকে ছড়িয়ে পড়ে। পরে সুবর্ণচর ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কিন্তু এর আগেই আগুনে মার্কেটের মোটরসাইকেল গ্যারেজ, মুদি গোডাউন, ওষুধের দোকান, যমুনা ইলেকট্রিকের অস্থায়ী গুদাম, মা জননী ইলেকট্রনিকসসহ অন্তত ১৮টি দোকান পুড়ে যায়।

এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ব্যবসায়ীদের দাবি তারা প্রায় ২০ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আগুনে পুড়ে যাওয়া কাইয়ুম মোটর অ্যান্ড পার্টসের স্বত্বাধিকারী মো. ইমাম উদ্দিন জনি বলেন, আগামীকাল সকালে আমি কয়েকটি কোম্পানির মালের পণ্যের জন্যে ব্যাংকে টিটি করতে দোকানে নগদ ২৪ লাখ টাকা ক্যাশ রেখেছি। হঠাৎ খবর পেলাম আগুন লেগেছে। দোকানের সামনে গিয়ে দেখি আমার সব পুড়ে ছাই। সুবর্ণচরের দক্ষিণ অঞ্চলে আমার মোটরপার্টস্ দোকানটি বৃহত্তর। আমার দোকানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের মালামাল ভর্তি ছিল। আমি পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি। এ ঘটনায় আমি শেষ হয়ে গেলাম।

অগ্নিকাণ্ডে মা জননী ইলেকট্রনিকস অ্যান্ড পার্টস দোকানের মালিক কাজল বলেন, এখানে বেশিরভাগ ব্যবসায়ী পাইকারি ও খুচরা মালামাল বিক্রি করে। অনেকগুলো দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের কোটি কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. নুরুন্নবী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে চলে আসে এবং কাজ শুরু করে। পরে স্থানীয় জনগণের সহায়তায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের জানামতে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়েছে, তবে আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

পাসপোর্ট জালিয়াতি, যে শাস্তি পেলেন সহকারী প্রোগ্রামার

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

১০

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

১১

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১২

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১৩

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১৪

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৫

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৬

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৭

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৮

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৯

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

২০
X