চকরিয়ায় এক সাংবাদিকের চুরি ঘটনা ঘটেছে। গত ১৩ আগস্ট রাতে চকোরিয়ার উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টুনু শিকদার পাড়ায় এ চুরির এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ইতোমধ্যে চকরিয়া থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ওসি জাবেদ মাহামুদ বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই সাংবাদিক সৈয়দ মো. আবুল কালাম দৈনিক কালবেলার চকরিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত। বন্যার কারণে বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগে রাতের আঁধারে দুর্বৃত্তরা তার ঘরে হানা দেয়।
এ সময় ঘরের তালা ভেঙে নগদ ৮০ হাজার টাকা, ক্যামেরা, মোবাইল ও বিভিন্ন আসবাবপত্রহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার বিষয়ে সাংবাদিক সৈয়দ মো. আবুল কালাম (প্রকাশ আজাদ) বাদী হয়ে অজ্ঞতনামা আসামি করে থানায় এজাহার দায়ের করেছে ।
মন্তব্য করুন