মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের মেহেদীর রঙ মোছার আগেই প্রাণ গেল রাকিবের

রাকিবের গায়ে হলুদ অনুষ্ঠান। পুরোনো ছবি
রাকিবের গায়ে হলুদ অনুষ্ঠান। পুরোনো ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে রাকিব জমাদ্দার নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি- ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন সুব্রত হালদার (২০)।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিব জমাদ্দার (২৩) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত হালদার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।

স্থানীয় মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, রাত ১১টার দিকে চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক মারা যায়। সংবাদ পেয়ে পুলিশে খবর দিই। তবে পুলিশ আসার আগেই পরিবারের লোকজন এসে লাশ বাড়িতে নিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। শুনেছি সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাকিব জমাদ্দারের বন্ধু সাইফ ইমন বলেন, রাকিব ও তার বন্ধু সুব্রত ভান্ডারিয়ার আনসার খালি এলাকায় ঘুরতে গিয়েছিল। পরে মঠবাড়িয়ার ভগীরথপুর যাওয়ার সময় দুর্ঘটনায় রাকিব মারা গেছে। ১৮ জানুয়ারি রাকিব বিয়ে করেছিল।

ভান্ডারিয়া পুলিশের ওসি আহমদ আনওয়ার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায়নি। নিহত রাকিব জমাদ্দারের পরিবার ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছে। যেহেতু নিহতের বাড়ি পার্শ্ববর্তী মঠবাড়িয়া থানা এলাকায় তাই আমরা মঠবাড়িয়া থানায় যোগাযোগ করেছি। পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঠবাড়িয়া পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা ভান্ডারিয়া থানা এলাকায় ঘটেছে। তবে নিহতের বাড়ি মঠবাড়িয়ায়। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে মির্জা আজমের বাসায় তিন ঘণ্টার অভিযান

কুয়েটে পর্যবেক্ষক দল পাঠাল ছাত্রদল

বাবার বিরুদ্ধে অপবাদ, প্রতিবাদ করায় মেয়েকে বেঁধে নির্যাতন

ছাত্রদলের প্রতি যে আহ্বান জানাল শিবির

পুলিশের সহযোগিতায় হারানো ছেলেকে ফিরে পেল পরিবার

স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনও আবুবকর সরকারের উদ্যোগ

চবিতে ছাত্রদল-শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে

পার্কে আত্মগোপনে শেখ হাসিনার সচিব, ঘিরে ধরেছে ছাত্র-জনতা

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

এসপি-ওসির বিরুদ্ধে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১০

ওয়ালটনের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা ভিত্তিহীন

১১

‘উন্নয়ন ও বিশ্বায়ন: দৃশ্যপট আন্তর্জাতিক ও বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

১২

বাড়ি ভাড়ার খরচেই বিমানে করে অফিস যাতায়াত!

১৩

তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে প্রস্তুত বেইজিং

১৪

চার কারণে ভৈরব নদে ডুবছে পণ্যবাহী জাহাজ

১৫

পাকিস্তানে গোয়েন্দা অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

১৬

ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত যুবদল : জুয়েল

১৭

পাবনায় আ.লীগ নেতাদের সঙ্গে পিপির গোপন বৈঠক

১৮

কুয়েটে হামলার ভিডিও প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করবে বৈষম্যবিরোধীরা

১৯

স্বৈরাচারমুক্ত বাংলাদেশে জামায়াত এখনো বৈষম্যের শিকার : গোলাম পরওয়ার

২০
X