মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কুকুরের কামড়ে আহতরা। ছবি : কালবেলা
সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কুকুরের কামড়ে আহতরা। ছবি : কালবেলা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে একটি পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) ও বুধবার (১৬ আগস্ট) দুই দিনে কুকুরটি তাদের কামড়ে আহত করে।

আহতদের মধ্যে ২৩ জন মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আমঝুপি গ্রামের আব্দুস শেখের ছেলে আলাইহিম (৫৫), ফারুক হোসেনের মেয়ে ফারহানা খাতুন (৭), হারুন মণ্ডলের ছেলে আব্দুল্লাহ (৫৩), মারুফ হোসেনের ছেলে সামিউল (২০), মোমিনুল ইসলাম (৭), আব্দুর রবের ছেলে শুভ আহম্মেদ (২৭), আসাদুল ইসলামের মেয়ে রেখা খাতুন (৪), সলিম উদ্দীনের ছেলে মফিজুল ইসলাম (৫০), কিয়ামদ্দীনের স্ত্রী আনজুরা বেগম (৭০), মিল্টন হোসেনের মেয়ে বর্ষা খাতুন (১৩), আব্দুর রহিমের ছেলে কবির হোসেন (২৫), আব্দুল মান্নানের ছেলে মঞ্জুর হোসেন (৩২), আব্দুল মাজেতের ছেলে সামিউল ইসলাম (৪), মোহর আলীর ছেলে জিহাদ হোসেন (২৫), জাহাঙ্গীর হোসেনের ছেলে সাব্বির হোসেন (১০), বাবর আলীর ছেলে ইকবাল হোসেন (৩৫), রমিজ হোসেনের ছেলে আজাদ আলী (১২), খেদমত আলীর স্ত্রী সালমা খাতুন (৫০), আবু সাঈদের স্ত্রী তামান্না (৩০) ও মেয়ে তুবা (৮), আবুল কালামের ছেলে আবু সাঈদ (৪৫), ইনসাফ আলীর ছেলে জিম (২০) ও ডাকু।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জলাতঙ্ক ভ্যাক্সিনেশন সেন্টার থেকে জানা গেছে, আমঝুপি ও চাঁদবিল থেকে কুকুরে কামড়ানো ২৩ জন রোগী মেহেরপুর জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা প্রদানের পর তাদের জলাতঙ্কের ভ্যাক্সিন দেওয়া হয়েছে। এদের মধ্যে হাবিবুর (১০) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওটিতে নেওয়া হয়েছে। কুকুরের কামড়ে তার গলার বিভিন্ন অংশের মাংস পেশি ছিন্নভিন্ন হয়ে যাওয়াতে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট তার অস্ত্রোপচার করেছেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেন, আমঝুপি থেকে কুকুরে কামড়ানো রোগী যারা হাসপাতালে এসেছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ভ্যাক্সিনেশন করা হয়েছে।

তিনি আরও বলেন, কুকুর কামড়ানো সকল রোগীর অবহেলা না করে হাসপাতালে এসে ভ্যাক্সিন নেওয়া উচিত। কারণ জলাতঙ্ক হলে তার নিশ্চিত পরিণতি মৃত্যু।

আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার উপজেলা পরিষদের সমন্বয় সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার অলক কুমার দাশ এ ব্যাপারে সার্বিক বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার ৫৪ বছরেও লোহাগড়ায় নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার

অপহরণ মামলায় আসামি ৭ বছরের শিশু

ট্রাইব্যুনালে হাজির হাসিনার ১৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ৬

আমি একা থাকতে দারুণ উপভোগ করি: অক্ষয় খান্না

মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়

প্রকাশ্যে ঘুষ নেওয়া ২ কর্মচারীকে শোকজ

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কাতর্কির কারণ জানালেন ময়মনসিংহের ডাক্তার

সংঘর্ষের পর কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

১০

২ জেলায় নিয়োগ দিচ্ছে টিআইবি

১১

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১২

বায়ুদূষণে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ ঢাকা

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

১৪

কিছু সহজ টিপসে ঘর থাকবে ঝকঝকে ও পোকামাকড়মুক্ত

১৫

হোয়াইট হাউসে ইসরায়েল-কাতারের গোপন বৈঠক

১৬

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার

১৭

ডলার ও অন্যান্য বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার

১৮

বরিশাল মুক্ত দিবস আজ / ওয়াপদা কলোনির টর্চার সেল গণহত্যার নীরব সাক্ষী

১৯

শুষ্ক আবহাওয়ায় ঢাকায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে

২০
X