মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কুকুরের কামড়ে আহতরা। ছবি : কালবেলা
সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কুকুরের কামড়ে আহতরা। ছবি : কালবেলা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে একটি পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) ও বুধবার (১৬ আগস্ট) দুই দিনে কুকুরটি তাদের কামড়ে আহত করে।

আহতদের মধ্যে ২৩ জন মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আমঝুপি গ্রামের আব্দুস শেখের ছেলে আলাইহিম (৫৫), ফারুক হোসেনের মেয়ে ফারহানা খাতুন (৭), হারুন মণ্ডলের ছেলে আব্দুল্লাহ (৫৩), মারুফ হোসেনের ছেলে সামিউল (২০), মোমিনুল ইসলাম (৭), আব্দুর রবের ছেলে শুভ আহম্মেদ (২৭), আসাদুল ইসলামের মেয়ে রেখা খাতুন (৪), সলিম উদ্দীনের ছেলে মফিজুল ইসলাম (৫০), কিয়ামদ্দীনের স্ত্রী আনজুরা বেগম (৭০), মিল্টন হোসেনের মেয়ে বর্ষা খাতুন (১৩), আব্দুর রহিমের ছেলে কবির হোসেন (২৫), আব্দুল মান্নানের ছেলে মঞ্জুর হোসেন (৩২), আব্দুল মাজেতের ছেলে সামিউল ইসলাম (৪), মোহর আলীর ছেলে জিহাদ হোসেন (২৫), জাহাঙ্গীর হোসেনের ছেলে সাব্বির হোসেন (১০), বাবর আলীর ছেলে ইকবাল হোসেন (৩৫), রমিজ হোসেনের ছেলে আজাদ আলী (১২), খেদমত আলীর স্ত্রী সালমা খাতুন (৫০), আবু সাঈদের স্ত্রী তামান্না (৩০) ও মেয়ে তুবা (৮), আবুল কালামের ছেলে আবু সাঈদ (৪৫), ইনসাফ আলীর ছেলে জিম (২০) ও ডাকু।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জলাতঙ্ক ভ্যাক্সিনেশন সেন্টার থেকে জানা গেছে, আমঝুপি ও চাঁদবিল থেকে কুকুরে কামড়ানো ২৩ জন রোগী মেহেরপুর জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা প্রদানের পর তাদের জলাতঙ্কের ভ্যাক্সিন দেওয়া হয়েছে। এদের মধ্যে হাবিবুর (১০) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওটিতে নেওয়া হয়েছে। কুকুরের কামড়ে তার গলার বিভিন্ন অংশের মাংস পেশি ছিন্নভিন্ন হয়ে যাওয়াতে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট তার অস্ত্রোপচার করেছেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেন, আমঝুপি থেকে কুকুরে কামড়ানো রোগী যারা হাসপাতালে এসেছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ভ্যাক্সিনেশন করা হয়েছে।

তিনি আরও বলেন, কুকুর কামড়ানো সকল রোগীর অবহেলা না করে হাসপাতালে এসে ভ্যাক্সিন নেওয়া উচিত। কারণ জলাতঙ্ক হলে তার নিশ্চিত পরিণতি মৃত্যু।

আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার উপজেলা পরিষদের সমন্বয় সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার অলক কুমার দাশ এ ব্যাপারে সার্বিক বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

নারায়ণগঞ্জে টাকা নেওয়া সেই ওসিকে বদলি

জানাজায় গিয়ে ভাতিজার মৃত্যু, খবর শুনে মারা গেলেন চাচাও

স্বাস্থ্য পরামর্শ / একচেটিয়া মাতৃদুগ্ধ পান শিশু পুষ্টির স্বর্ণমান

ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জাবিতে সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিয়ে আসছে আইসিসি

পাবিপ্রবিতে ডিন হলেন‌ বঙ্গবন্ধু পরিষদের নেতা

সিলেটের ২ কিশোরীকে কক্সবাজারে পাচার, অনৈতিক কাজ করানোর অভিযোগ

‘দেশের ভেতরে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে’

১০

গেমস খেলার দ্বন্দ্বের জেরে ২ পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

১১

বাঙলা কলেজ মাঠে খেলাধুলায় নিষেধাজ্ঞা, অনুমতির শর্তে আয়োজন

১২

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন

১৩

‘আপনার মেয়েকে মেরে ফেলছি, মরদেহ নিয়ে যান’

১৪

এক লাশের দাম ৪ লাখ টাকা!

১৫

৩ ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে ইতালি

১৬

পাসপোর্ট অফিসে আচমকা দুদক, মিলল মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের প্রমাণ

১৭

কুমিল্লায় বৈষম্যবিরোধীর ২ নেতা বহিষ্কার

১৮

সেই আব্দুর রউফ দলের কেউ নন, দাবি বিএনপির

১৯

কোরবানির ঈদে ফিরছেন আরিফিন শুভ

২০
X