রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৯:৩০ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় পুলিশ কর্মকর্তাকে যে শাস্তি দেওয়া হলো

পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম। ছবি : সংগৃহীত
পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম। ছবি : সংগৃহীত

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পরিদর্শক খাইরুল ইসলামকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে তাকে বদলি করা হয়। আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পার্বত্য জেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে ওই কর্মকর্তাকে।

বুধবার (১৬ আগস্ট) পর্যন্ত তিনি আরএমপির প্রসিকিউশন বিভাগে কোর্ট পুলিশ পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

এর আগে, ১৪ আগস্ট সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওইদিন রাতেই পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম শোক জানিয়ে তার ফেসবুক আইডিতে পোস্ট দেন।

তিনি লেখেন, ‘কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।’ তার এই ফেসবুক পোস্টে ৮০ জন লাইক দেন এবং ৬০ জন কমেন্ট করেন।

পুলিশ পরিদর্শক খাইরুল ইসলামের পোস্টটি নজরে আসার পর আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বিষয়টি তদন্তের নির্দেশ দেন সাইবার ক্রাইম ইউনিটকে। তদন্তে সাইবার ইউনিট নিশ্চিত হয় তার আইডি থেকে পোস্টটি প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরেই এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করেন বিজয় বসাক। পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম এমন পোস্ট দিয়ে অসদাচরণ করায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি পুলিশ বিভাগে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। এ ধরনের পোস্ট শৃঙ্খলা পরিপন্থি ও সরকারবিরোধী। তাই বুধবারই পুলিশ সদর দপ্তরকে এ বিষয়টি অবহিত করা হয়। এরপরই তাকে পুলিশ সদর দপ্তরে থেকে শাস্তিমূলক বদলির আদেশ জারি করা হয়।

এ বিষয়ে আরএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয় বসাক জানান, সামাজিকমাধ্যমে পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম কর্তৃক পোস্ট দেওয়ার ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকেই তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১০

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১১

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১২

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৩

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৪

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৫

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৬

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১৭

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১৮

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১৯

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

২০
X