বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাগুরার শালিখায় গণসমাবেশে স্লোগানে মঞ্চ মাতিয়েছেন ঢাকার রাজপথের সাহসী স্লোগান মাস্টার খ্যাত মাগুরার কৃতি সন্তান রবিউল ইসলাম নয়ন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নেন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা বিএনপি নেতাকর্মীরা।
দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হয় আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব মাগুরার কৃতি সন্তান ঢাকার রাজপথের স্লোগান মাস্টার হিসেবে খ্যাত রবিউল ইসলাম নয়ন। মুহুর্মুহু নিত্যনতুন স্লোগানে তিনি আন্দোলিত করেন হাজারো জনতাকে। দীর্ঘ ষোলো বছর পরে এত বড় আয়োজনে উপস্থিত থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন তৃণমূলের কর্মীসমর্থকরা। প্রধান বক্তা হিসেবে যুবনেতা নয়ন তৃণমূলের বিএনপিকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দলগঠনে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান। অন্য দল থেকে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি হিসাবে কাজী সালিমুল হক কামাল বলেন, বর্তমান সময়ে দেশকে গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে। যুবকরা হাল ধরলে দেশ এগিয়ে যাবেই।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, আলমগীর হোসেন, ফরিদ খানসহ অন্য নেতরা।
মন্তব্য করুন