রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট বন্ধ

দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট মেরামত চলছে। ছবি : কালবেলা
দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট মেরামত চলছে। ছবি : কালবেলা

দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ার রাজবাড়ীর দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটটি সাময়িকভাবে বন্ধ আছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে ফেরিঘাটের পন্টুনটি জরুরিভাবে মেরামতের কারণে সাময়িকভাবে ঘাটটি বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জানা যায়, ৭নং ফেরিঘাটের পন্টুনটি ইমার্জেন্সিভাবে মেরামত করা হচ্ছে। এ কারণেই ঘাটটি বন্ধ রাখা হয়েছে। ফেরি থেকে গাড়ি ওঠানামার সময় ভালো কন্ডিশনের পন্টুন দরকার, তাই দ্রুতই এ পন্টুনটি মেরামতের জন্য কাজ হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটে ৭টি পন্টুনের মধ্যে সবসময় ৩টি পন্টুন চালু থাকে। কিন্তু আজ সকাল থেকেই ৭নং ফেরিঘাটের গুরুত্বপূর্ণ পন্টুনটি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারাপারের জন্য যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ম্যানেজার (মেরিন) মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানান, আজ সকাল থেকেই ৭নং ঘাটের পন্টুনটি মেরামত করছে। দ্রুত সময়ের মধ্যেই ঘাটের পন্টুনটি মেরামত কাজ শেষে চালু করা হবে। এখানে হেবি লোড গাড়িগুলো ফেরিতে উঠতে ও নামতে পন্টুনের ওয়েলডিং ছুটে গেছে। তাই পন্টুনের ওয়েলডিং মেরামতের কাজ চলছে। আশা করছি, খুব দ্রুত পন্টুনের মেরামতের কাজ শেষে ৭নং ফেরিঘাটটি চালু হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, ঘাটের ৭নং পন্টুনটি সাময়িকভাবে বন্ধ আছে। এখানে পন্টুনটির ঝালাইয়ের কাজ চলছে। এটা চলমান প্রক্রিয়া। এগুলো প্রায় সময়ই করতে হয়। পন্টুনটির মেরামতের কাজের জন্য এখানে ফেরি ফিরছে না। তবে মেরামত কাজ চলমান থাকায় খুব দ্রুত সময়ের মধ্যে ঘাটটি সচল হবে এবং বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫টি ফেরি চলাচল করছে এবং ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

উল্লেখ্য, ফেরি থেকে গাড়ি ওঠানামার সময় ভালো কন্ডিশনের পন্টুন দরকার, তাই দৌলতদিয়া প্রান্তের ৭নং পন্টুনটি চলতি বছরের স্থানান্তর করা হয়। দীর্ঘদিন আগে স্থাপিত পন্টুনটির অবস্থা দুর্বল হয়ে পড়ে ছিল। এ কারণে এখানে দ্রুতই পন্টুনটি স্থানান্তর করে আরেকটি পন্টুন বসানো হয়। তবে ১১ জানুয়ারি পন্টুনটি নতুন করে স্থাপন করলেও আজ শুক্রবার আবার পন্টুনের মেরামতের কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

১০

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

১১

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১২

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১৩

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১৪

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১৫

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১৬

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১৭

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৮

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৯

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

২০
X