রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট বন্ধ

দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট মেরামত চলছে। ছবি : কালবেলা
দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট মেরামত চলছে। ছবি : কালবেলা

দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ার রাজবাড়ীর দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটটি সাময়িকভাবে বন্ধ আছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে ফেরিঘাটের পন্টুনটি জরুরিভাবে মেরামতের কারণে সাময়িকভাবে ঘাটটি বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জানা যায়, ৭নং ফেরিঘাটের পন্টুনটি ইমার্জেন্সিভাবে মেরামত করা হচ্ছে। এ কারণেই ঘাটটি বন্ধ রাখা হয়েছে। ফেরি থেকে গাড়ি ওঠানামার সময় ভালো কন্ডিশনের পন্টুন দরকার, তাই দ্রুতই এ পন্টুনটি মেরামতের জন্য কাজ হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটে ৭টি পন্টুনের মধ্যে সবসময় ৩টি পন্টুন চালু থাকে। কিন্তু আজ সকাল থেকেই ৭নং ফেরিঘাটের গুরুত্বপূর্ণ পন্টুনটি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারাপারের জন্য যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ম্যানেজার (মেরিন) মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানান, আজ সকাল থেকেই ৭নং ঘাটের পন্টুনটি মেরামত করছে। দ্রুত সময়ের মধ্যেই ঘাটের পন্টুনটি মেরামত কাজ শেষে চালু করা হবে। এখানে হেবি লোড গাড়িগুলো ফেরিতে উঠতে ও নামতে পন্টুনের ওয়েলডিং ছুটে গেছে। তাই পন্টুনের ওয়েলডিং মেরামতের কাজ চলছে। আশা করছি, খুব দ্রুত পন্টুনের মেরামতের কাজ শেষে ৭নং ফেরিঘাটটি চালু হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, ঘাটের ৭নং পন্টুনটি সাময়িকভাবে বন্ধ আছে। এখানে পন্টুনটির ঝালাইয়ের কাজ চলছে। এটা চলমান প্রক্রিয়া। এগুলো প্রায় সময়ই করতে হয়। পন্টুনটির মেরামতের কাজের জন্য এখানে ফেরি ফিরছে না। তবে মেরামত কাজ চলমান থাকায় খুব দ্রুত সময়ের মধ্যে ঘাটটি সচল হবে এবং বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫টি ফেরি চলাচল করছে এবং ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

উল্লেখ্য, ফেরি থেকে গাড়ি ওঠানামার সময় ভালো কন্ডিশনের পন্টুন দরকার, তাই দৌলতদিয়া প্রান্তের ৭নং পন্টুনটি চলতি বছরের স্থানান্তর করা হয়। দীর্ঘদিন আগে স্থাপিত পন্টুনটির অবস্থা দুর্বল হয়ে পড়ে ছিল। এ কারণে এখানে দ্রুতই পন্টুনটি স্থানান্তর করে আরেকটি পন্টুন বসানো হয়। তবে ১১ জানুয়ারি পন্টুনটি নতুন করে স্থাপন করলেও আজ শুক্রবার আবার পন্টুনের মেরামতের কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোর অনলাইন রিচার্জে ধস, ৪ ঘণ্টায় ৭ লাখ হিট 

নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত : উপদেষ্টা শারমীন

শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

জীবাশ্ম জ্বালানি ছাড়াই কপ-৩০ চুক্তি, শক্তি রূপান্তর কি তাহলে থমকে গেল?

এমআইইউর ফার্মেসি বিভাগের ৪০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কৃষকরাই বাংলাদেশের প্রাণ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এলিট গ্রাহকদের জন্য রবির বিশেষ আয়োজন

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণজোয়ার

শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল জামায়াত

নারীর শক্তিই আমাদের বিজয়ের শক্তি : সেলিমা রহমান

১০

বাউলশিল্পীর বিচার দাবি খতমে নবুওয়তের

১১

খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

১২

সীমান্তের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

১৩

বিইউএফটির সঙ্গে ৪ শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

১৪

জবাইখানার পাশ থেকে তরুণের মরদেহ উদ্ধার

১৫

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

১৬

ইশরাক হোসেন / দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই বিএনপির মূল লক্ষ্য

১৭

ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

১৮

বিমানবন্দরে আগুন লাগার কারণ উঠে এল প্রতিবেদনে

১৯

কালবেলার হাতে তানজিন তিশার ভয়েস রেকর্ড

২০
X