শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৯:৩৭ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকঢোল পিটিয়ে হাটে গেল কাঁঠাল

হাটে নেওয়া হচ্ছে কাঁঠাল। ছবি : কালবেলা
হাটে নেওয়া হচ্ছে কাঁঠাল। ছবি : কালবেলা

নরসিংদীর শিবপুরে মৌসুমের শেষ কাঁঠালগুলো বিক্রির জন্য চারটি ভ্যানে করে নেওয়া হচ্ছে হাটে। উৎসবের আমেজে ভ্যানের চারদিক সাজানো হয়েছে রঙিন কাগজের নিশান ও জরি দিয়ে। ঢাকঢোল পিটিয়ে স্থানীয় চৈতন্যা হাটের দিকে এগিয়ে চলছে ভ্যান। সঙ্গে তাল মিলিয়ে কৃষকসহ ছোটবড় একদল গ্রামবাসী নেচে-গেয়ে উল্লাস করছেন।

বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করা মৌসুমের শেষ কাঁঠালগুলো বিদায় জানানোর এই রীতির স্থানীয় নাম ‘নিশান উৎসব’।

বুধবার (১৭ আগস্ট) সকালে এই দৃশ্যের দেখা মেলে নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বিরাজনগর গ্রামে।

উপজেলার বাঘাব, যোশর ও জয়নগর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করে ভ্যানে করে নেওয়া হয় হাটে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবছর কাঁঠালের মৌসুমের শেষ দিকে গাছে থাকা অবশিষ্ট কাঁঠাল এভাবেই হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। উৎসবটি শত বছরের ঐতিহ্য। বাব-দাদার আমল থেকে বছরের পর বছর ধরে এ উৎসব উদ্‌যাপন করা হয়। প্রতিবছরই কাঁঠালের মৌসুমের শেষ সময়ে শ্রাবণ-ভাদ্র মাসে এ উৎসবের আয়োজন করা হয়।

কাঁঠাল ব্যবসায়ী কৃষক খোরশেদ আলম বলেন, আমরা ছোট থেকেই দেখে আসছি, আমাদের বাবা-দাদারা এই উৎসব করে আসছেন। আমরাও সেই ঐতিহ্য ধরে রাখতে এই উৎসব করি। আগে আমরা নিজেদের মাথায় করে কাঁঠাল নিয়ে উৎসব করতে করতে হাটে গিয়ে কাঁঠাল বিক্রি করতাম। এখন সবাই মিলে ভ্যানে করে নেচে-গেয়ে হাটে নিয়ে যাই।

কাঁঠাল ব্যবসায়ী মিয়া হোসেন, এবার কাঁঠাল ব্যবসা করে লাভ হয়েছে। প্রতিবছর এই সময়ে প্রত্যেকের গাছ থেকে শেষ সময়ের শেষ কাঁঠাল নিয়ে এসে একটি জায়গায় জমানো হয়। পরে ঢাকঢোলের তালে সবাই নেচে-গেয়ে সেসব কাঁঠাল বাজারে নিয়ে বিক্রি করেন। মৌসুম শেষে কাঁঠালের ভালো দামও পাওয়া যায়।

হাটে আসা কাঁঠালের পাইকার সৈয়দ উদ্দিন মিয়া বলেন, এখান থেকে কাঁঠাল পাইকারি কিনে ঢাকায় ছোট কাঁঠাল, সিলেটে বড় একারের কাঁঠাল পাঠানো হয়।

চৈতন্যা বাজার কমিটির সভাপতি ফজলুর রহমান বলেন, বাগান থেকে কাঁঠাল বিক্রি করে প্রত্যাশিত মুনাফা হওয়ার পরই এলাকার ব্যবসায়ীরা এ উৎসবের আয়োজন করেন। এটি এ অঞ্চলের শত বছরের ঐতিহ্য। কৃষকদের এই উৎসবের সঙ্গে বাজার কমিটি এবং বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররাও যোগ দেন। এ বছর শেষ হাটে ৫ হাজার টাকা দিয়ে সবচেয়ে বড় কাঁঠালটি বিক্রি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোরের জেলা প্রশাসন

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই যথেষ্ট নয় : বদিউল আলম

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি

বিসিবির সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন সাকিব

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় : মির্জা ফখরুল

পলোগ্রাউন্ডে তারেক রহমান, নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

১০

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন সেই বিতর্কিত পরিচালক

১১

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

১২

এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : মাসুদ

১৩

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

১৪

ভাইয়া ডাকলে ভালো লাগবে, শিক্ষার্থীকে তারেক রহমান

১৫

আপনি অলস না পরিশ্রমী, জানিয়ে দেবে ছবিতে কী দেখছেন আগে

১৬

সত্যিই কি বিয়ে করলেন ধানুশ-ম্রুণাল?

১৭

ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

১৮

পলোগ্রাউন্ডে জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল চট্টগ্রাম

১৯

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

২০
X