কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে হাসিনা সরকারের পতন হয়েছে : টিপু

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের নামে আমরা তা বাস্তবায়ন করেছি।

শনিবার (১ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার সালামপুর ঈদগাহ মাঠে আড়বাব ইউনিয়ন বিএনপি আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

তাইফুল ইসলাম টিপু বলেন, অন্তর্বর্তী সরকারের ৫ মাস চলে গেলেও আমাদের নেতাকর্মীদের মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি, বরং নতুন নতুন মামলা করা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচন চাই। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই- থানার কনস্টেবল থেকে শুরু করে সব পুলিশ কর্মকর্তা, ইউএনও, ডিসি, সচিব, জজ, ডিআইজি সবাই হাসিনার সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয়েছিল।

আপনারা শুধু ডিসি আর এসপিদের ট্রান্সফার করেছেন। আজকে শেখ হাসিনার প্রেতাত্মা সব সচিব আপনাদের ঘিরে রেখেছে।

বিএনপির কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, নির্বাচন করবেন! বিএনপিকে ২০০৮ সালের মতো ৩০টা সিট ধরাই দিতে চান? সরকারকে বলব, আগে এ জায়গাগুলো সংস্কার করুন। এ সংস্কারসমূহ না হলে আগামী দিনেও সুষ্ঠু ভোট হবে না। তাই আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রেতাত্মারা যে যেখানে আছে সবাইকে প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, আজকে চেয়ারম্যান, মেম্বার, ওসি, এসআই, ইউএনও, এডিসি- তারা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করার চেষ্টা করছে। তাই আমি সরকার প্রধানকে বলব, আপনারাও কি এদের পুনর্বাসন করবেন, না সংস্কার করে নির্বাচনের জন্য সঠিক লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করবেন?

টিপু বলেন, নাটোর তথা লালপুর-বাগাতিপাড়া এলাকার অনেক উন্নয়ন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এখানে নদী খনন থেকে শুরু করে বেকার সমস্যা সমাধান এবং আমাদের ঐতিহ্য চিনি কলকে দেশের শীর্ষ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করা হবে।

আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রঞ্জিত কুমার সরকার। সুধি সমাবেশে গোপালপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আমিনুল হক টমি, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খায়ের, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, সাবেক সাধারণ সম্পাদক নাজির উদ্দিন বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১০

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১১

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১২

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১৩

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৪

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৫

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৬

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৭

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১৮

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১৯

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

২০
X