কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে হাসিনা সরকারের পতন হয়েছে : টিপু

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের নামে আমরা তা বাস্তবায়ন করেছি।

শনিবার (১ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার সালামপুর ঈদগাহ মাঠে আড়বাব ইউনিয়ন বিএনপি আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

তাইফুল ইসলাম টিপু বলেন, অন্তর্বর্তী সরকারের ৫ মাস চলে গেলেও আমাদের নেতাকর্মীদের মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি, বরং নতুন নতুন মামলা করা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচন চাই। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই- থানার কনস্টেবল থেকে শুরু করে সব পুলিশ কর্মকর্তা, ইউএনও, ডিসি, সচিব, জজ, ডিআইজি সবাই হাসিনার সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয়েছিল।

আপনারা শুধু ডিসি আর এসপিদের ট্রান্সফার করেছেন। আজকে শেখ হাসিনার প্রেতাত্মা সব সচিব আপনাদের ঘিরে রেখেছে।

বিএনপির কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, নির্বাচন করবেন! বিএনপিকে ২০০৮ সালের মতো ৩০টা সিট ধরাই দিতে চান? সরকারকে বলব, আগে এ জায়গাগুলো সংস্কার করুন। এ সংস্কারসমূহ না হলে আগামী দিনেও সুষ্ঠু ভোট হবে না। তাই আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রেতাত্মারা যে যেখানে আছে সবাইকে প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, আজকে চেয়ারম্যান, মেম্বার, ওসি, এসআই, ইউএনও, এডিসি- তারা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করার চেষ্টা করছে। তাই আমি সরকার প্রধানকে বলব, আপনারাও কি এদের পুনর্বাসন করবেন, না সংস্কার করে নির্বাচনের জন্য সঠিক লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করবেন?

টিপু বলেন, নাটোর তথা লালপুর-বাগাতিপাড়া এলাকার অনেক উন্নয়ন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এখানে নদী খনন থেকে শুরু করে বেকার সমস্যা সমাধান এবং আমাদের ঐতিহ্য চিনি কলকে দেশের শীর্ষ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করা হবে।

আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রঞ্জিত কুমার সরকার। সুধি সমাবেশে গোপালপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আমিনুল হক টমি, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খায়ের, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, সাবেক সাধারণ সম্পাদক নাজির উদ্দিন বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১০

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১১

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১২

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৩

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৪

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

১৫

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

১৬

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

১৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

১৮

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

১৯

‘নির্বাচনে কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার-ভিডিপি’

২০
X