বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৬:২৫ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

অর্ধকোটি টাকার ব্লক পাউবো কর্মকর্তার বাড়িতে

পাউবো কর্মকর্তা শাকিল ইসলামের গ্রামের বাড়িতে নদীভাঙন রোধ প্রকল্পের পাথরের ব্লক। ছবি : কালবেলা
পাউবো কর্মকর্তা শাকিল ইসলামের গ্রামের বাড়িতে নদীভাঙন রোধ প্রকল্পের পাথরের ব্লক। ছবি : কালবেলা

বরিশালের উজিরপুরে নদীভাঙন রোধে তৈরি অর্ধকোটি টাকার পাথরের ব্লক ট্রাকযোগে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. শাকিল ইসলামের বিরুদ্ধে। তিনি বরিশাল পাউবো কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

বরিশাল পাউবো অফিস সূত্র জানা যায়, উজিরপুরে সন্ধ্যা নদীসহ বিভিন্ন স্থানে নদীভাঙন রোধের জন্য পাউবোর ঠিকাদাররা পাথরের ব্লকগুলো তৈরি করেন।

কয়েক দিন আগে কয়েকটি ট্রাকযোগে সরকারি ব্লকগুলো শাকিল ইসলামের গ্রামের বাড়ি উজিরপুরের হস্তিশুন্ড ঈদগাহ মার্কেট এলাকায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. হেলাল বলেন, শাকিল ইসলামের বাড়িতে আনা ব্লকগুলোর ওপর সিরিয়াল নম্বরসহ ইংরেজিতে ডব্লিউ ডি বি খোদাই করে লেখা আছে। বর্গাকৃত ব্লকগুলো কোনোটির দৈর্ঘ্য এক ফুট আবার কোনোটির দৈর্ঘ্য দেড় ফুট হবে। তবে প্রতিটির প্রস্থ এক ফুটের মতো। যে পরিমাণের ব্লক আনা হয়েছে তার মূল্য অর্ধকোটির টাকারও বেশি হবে।

তিনি আরও বলেন, শাকিল ইসলামের বাড়ি ও নির্মাণাধীন ব্যবসাপ্রতিষ্ঠান গিয়ে দেখা যায়, ওই বাড়ির বেশকিছু অংশজুড়ে পাউবোর তৈরি কয়েকশ’ ব্লক সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

এ ছাড়া শাকিল ইসলামের গ্রামের বাড়ির অদূরে নির্মাণাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনে ব্লকগুলো সারিবদ্ধভাবে রেখে প্রধান ফটক তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ ছাড়া তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশ ঘিরে রাখা ব্লকের ফাঁকা অংশ বালু দিয়ে ভরাটের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে পাউবোর উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলাম বলেন, নদীভাঙন রোধের জন্য ভাঙন এলাকায় ব্লক স্থাপনের কাজ শেষে বেশকিছু উদ্বৃত্ত ছিল। সেগুলো এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন এলাকায় পড়ে ছিল। ঠিকাদাররাও ফেরত নিচ্ছিল না। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই ব্লকগুলো বাড়িতে নিয়েছি।’

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম বলেন, পাউবোর ব্লক শাকিল ইসলামের বাড়িতে নিয়ে রাখা ঠিক হয়নি। লোকমুখে শুনে ব্লকগুলো যথাস্থানে ফেরত পাঠানোর জন্য তাকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি একজন কর্মকর্তার এ ধরনের কাজ পুরোপুরি অনৈতিক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১০

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১১

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১২

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৩

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৪

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৫

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৬

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৭

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৮

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১৯

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

২০
X