কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনায় চিকিৎসক অর্ঘ্যের মৃত্যুর পর চলে গেলেন তার বাগ্‌দত্তাও

চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল ও তার বাগ্‌দত্তা প্রতিভা সরকার।  ছবি : সংগৃহীত
চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল ও তার বাগ্‌দত্তা প্রতিভা সরকার। ছবি : সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত পপুলার মেডিকেল মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রতিভা সরকার মারা গেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিভা সরকার (২১) সাতক্ষীরার একটি বেসরকারি সংস্থায় কর্মরত বিপ্রজিৎ সরকার ও তালা উপজেলা মহিলাবিষয়ক অফিসের প্রধান সহকারী দেবকী রায় দম্পতির মেয়ে। তারা তালা উপজেলা সদরে ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি খুলনার কয়রা উপজেলার মঠবাড়িয়া গ্রামে।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার সোনামুর মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী প্রতিভা সরকার গুরুতর আহত হন। মোটরসাইকেলের চালক ছিলেন ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬), যার সঙ্গে প্রতিভার বাগ্‌দান হয়েছিল। ঘটনাস্থলেই অর্ঘ্য নিহত হন।

পরিবার সূত্রে জানা গেছে, অর্ঘ্য অমৃত মণ্ডলের সঙ্গে প্রতিভা সরকারের বিয়ে ঠিক হয়। বিয়ের তারিখ ছিল আগামী ২৫ জানুয়ারি। কিন্তু ১৭ জানুয়ারি অর্ঘ্যের এক জেঠা (বাবার চাচাতো ভাই) মারা যাওয়ায় বিয়ে পিছিয়ে দিয়ে পারিবারিকভাবে তারিখ পরে ঠিক করার সিদ্ধান্ত হয়। মৃত জেঠার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে ৩০ জানুয়ারি ঢাকা থেকে সাতক্ষীরার শ্যামনগরের বাড়িতে আসছিলেন অর্ঘ্য। বাগ্‌দত্তা প্রতিভাও ছিলেন তার সঙ্গে। ইচ্ছা ছিল, ৩১ জানুয়ারি শ্রাদ্ধানুষ্ঠান শেষে সবাই বসে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করবেন।

নিহত অর্ঘ্য সাতক্ষীরার শ্যামনগরের সদরের চণ্ডীপুর গ্রামের অচিন্ত্য কুমার মণ্ডল ও মিনতি রানী মণ্ডল দম্পতির ছেলে। অচিন্ত্য কুমার মণ্ডল কালীগঞ্জ উপজেলার রতনপুর তারকানাথ বিদ্যাপীঠের ক্রীড়াশিক্ষক। অর্ঘ্য মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। তাদের গ্রামের বাড়ি শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে।

প্রতিভার বাবা বিপ্রজিৎ সরকার বলেন, অর্ঘ্য ও প্রতিভা ৩০ জুন ঢাকা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। পথে গোপালগঞ্জে তারা দুর্ঘটনায় পড়েন। ঘটনাস্থলে মারা যান অর্ঘ্য। প্রতিভাকে ভর্তি করা হয় ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, প্রতিভার মরদেহ রাত ১০টার দিকে তালায় নিয়ে আসা হয়। সেখান থেকে রাত ১২টায় মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কয়রা উপজেলার মঠবাড়িয়ে গ্রামে। রোববার (৯ ফেব্রুয়ারি) গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা থাকবে : ইসি সচিব

গিনি-বিসাউয়ের ক্ষমতা দখল সেনাবাহিনীর, প্রেসিডেন্ট গ্রেপ্তার

বিপিএলের নিলামে ভারতীয় ক্রিকেটারের নাম

ঘরে দুর্বল ওয়াই-ফাই? কয়েকটি সহজ পরিবর্তনেই মিলবে দারুণ স্পিড

রিকশাচালকদের জন্য সুখবর দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

‘আমি শাহজাহান চৌধুরী, যারা চেনেনি তারা মাটির নিচে বাস করে’

এরশাদ ও হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই : রিজভী

বুটেক্সের প্রথম সমাবর্তন ২৭ ডিসেম্বর

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন

জ্বালানি তেলের দাম কমছে

১০

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

১১

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট

১২

সম্পর্কে পুরুষরা যে ১০ জিনিস চান

১৩

শেখ হাসিনার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন না হওয়ায় অখুশি রাষ্ট্রপক্ষ  

১৪

বিষ দিয়ে ২০০ বক্স মৌমাছি হত্যা, দিশেহারা মৌচাষি

১৫

জামায়াতে যোগ দিচ্ছেন পাইলট? প্রশ্নের জবাব দিলেন নিজেই

১৬

সিসিইউতে বেগম খালেদা জিয়া

১৭

অস্তিত্ব সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ, নেই আর হাঁকডাক

১৮

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

১৯

ফরিদপুরে ব্যাঙকে নির্মমভাবে হত্যার ভাইরাল ভিডিও, তদন্তে প্রশাসন

২০
X