চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দাঁড়ালেই ৫ হাজার টাকার মামলা, বিক্ষোভে চালকেরা

চট্টগ্রামে সড়কে হয়রানিমূলক মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে তিন চাকার যান (ম্যাক্সিমা) চালকরা। ছবি : কালবেলা
চট্টগ্রামে সড়কে হয়রানিমূলক মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে তিন চাকার যান (ম্যাক্সিমা) চালকরা। ছবি : কালবেলা

চট্টগ্রামে সড়কে হয়রানিমূলক মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তিন চাকার যান (ম্যাক্সিমা) চালকরা। তাদের অভিযোগ, পার্কিংয়ের ব্যবস্থা না থাকার কারণে সড়কে দাঁড়াতে হয় তাদের। পুলিশ এসেই পাঁচ হাজার টাকা জরিমানার মামলা ঠুকে দিচ্ছে। তাছাড়া সড়কে চলাচলের জন্য পুলিশকে টাকা দিতে হয়। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের ভাষ্য, এখন পুলিশের চাঁদা নেওয়ার কোনো সুযোগ নেই।

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চালকরা মামলা দিয়ে হয়রানি না করা এবং পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

জানা যায়, নগরীর কোতোয়ালি থেকে চকবাজার পর্যন্ত প্রায় অর্ধশত গাড়ি (ম্যাক্সিমা) চলাচল করে। দ্রুত চলে এবং গন্তব্যে পৌঁছাতে কম সময় লাগার কারণে চকবাজারের বাসিন্দারা এ তিন চাকার যান ব্যবহার করেন। তাছাড়া এ রুটে ছোট মিনিবাসও চলাচল করে। তবে সংখ্যায় কম।

একাধিক চালক অভিযোগ করে বলেন, সারা দিন গাড়ি চালিয়ে দুই হাজার টাকাও উঠছে না। সড়কে চলাচল করার জন্য ট্রাফিক পুলিশকে চাঁদা দিতে হচ্ছে। দাঁড়ানোর নির্দিষ্ট জায়গা না থাকায় কোতোয়ালি মোড়ে দাঁড়াতে হয়। তখন পুলিশ এসেই নো পার্কিং মামলা দিয়ে দেয়। এছাড়াও লাইসেন্স, গাড়ির ট্যাক্স-টোকেনসহ কাগজপত্র ঠিক থাকার পরও ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে। আমাদের দাবি সড়কে এসব হয়রানি বন্ধ করতে হবে। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে হবে।

এদিকে, হয়রানিমূলক মামলা কিংবা চাঁদা দাবির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করে নগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মারিফুল করিম বলেন, এ মুহূর্তে পুলিশ হয়রানিমূলক মামলা করবে কিংবা চাঁদা দাবি করবে, এমন সুযোগ নেই। তারপরও এ বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করা হবে।

চালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে কোতোয়ালি থেকে লালদীঘি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের মাঝখানে অটোরিকশা রেখে বিক্ষোভ শুরু করেন চালকরা। পরে পুলিশ এসে সড়ক নিয়ন্ত্রণে নেয়।

কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আপাতত সড়ক থেকে চালকরা উঠে গেছেন। যান চলাচল শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন / প্রচারণার প্রথম দিনই শিবিরের ব্যানার ভাঙচুর

হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

এই ৩ ভুল করছেন? শত চেষ্টাতেও কমবে না মেদ

একদিন পর ভেসে উঠল ইসমাইলের মরদেহ

বিশ্বে প্রথমবার মানব শরীরে ইনসুলিন উৎপাদন

নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই : হাসনাত

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৪৭১

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু

বাংলাদেশে শুরু হলো দ্বিতীয় আইসিএফপি সম্মেলন

মালয়েশিয়ায় নিবন্ধিত বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রকাশ

১০

ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে সাদিক কায়েমের পোস্ট

১১

বিটিভি চট্টগ্রামের বিশেষ নাটক ‘জিনের বাদশা’

১২

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষাৎ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭০ জন

১৪

ব্যবসায়ী হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১৫

ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল আশপাশের এলাকা

১৬

আমিরকে নিয়ে এশিয়া কাপের জন্য দল ঘোষণা ওমানের

১৭

গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

১৮

কাতারে জুমার নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

১৯

বরগুনায় অবৈধ ডায়গনস্টিক সেন্টারে অভিযান

২০
X