দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা
ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা

ফেনীর দাগনভূঞা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ রোডে এ সংঘর্ষ হয়।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বরাতে জানা যায়, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপি নেতা আকবর হোসেন ও জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

রোববার আকবর হোসেনের অনুসারী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ একটি মিছিল বের করলে কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীরা তাতে বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, যা এক ঘণ্টা ধরে চলে।

একপর্যায়ে কাজী জামশেদুর রহমান ফটিক ঘটনাস্থলে এলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মিছিল বের করেছিল। কিন্তু জেলা ছাত্রদলের সহসভাপতি ফটিকের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ছাত্রদল নেতা জাবেদের বাড়িতেও হামলা চালিয়েছে, এতে রাজিব, মানিক, জাবেদসহ ১৫ জন আহত হয়েছেন।

দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাজিব বলেন, ফটিকের এ অতর্কিত হামলায় আমার মাথায় আঘাত করা হয়। আমাদের কমপক্ষে ৫০ জনের বেশি আহত হয়েছেন।

জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক দাবি করেন, উপজেলা বিএনপির এ বিতর্কিত কমিটিকে কোনো কর্মসূচি পালন না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা উপেক্ষা করে মিছিল বের করলে পদবঞ্চিত নেতাকর্মীরা বাধা দেয়। এরপর আকবর হোসেনের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায়,

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলালের একক স্বাক্ষরে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই এ কমিটি বাতিলের দাবিতে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ, মিছিল ও আন্দোলন চালিয়ে আসছেন।

এর আগে, গত ২৮ জানুয়ারি ও ১৮ জানুয়ারি বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যা এই রাজনৈতিক বিরোধের ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্দির পরিদর্শন করলেন ছাত্রদল নেতা ডা. জনি

সংখ্যালঘু বলতে এদেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি : মান্নান

স্বেচ্ছাসেবা বদলে দিতে পারে জনপদ ও জনজীবন দৃশ্যপট

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

এক মুঠো চালের আশায় ক্লান্ত মানুষের রাতভর অপেক্ষা

শারদীয় দুর্গা উৎসবে রাজশাহী মহানগরীতে ছাত্রদলের হেল্প ডেস্ক

চট্টগ্রামে শুরু হলো ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস

নাটোরে মন্দির পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার

রংপুরে আরও দুজনের অ্যানথ্রাক্স শনাক্ত

সাবেক এমপি নয়নের বাড়িতে ফের আগুন ও লুটপাট

১০

মির্জাপুরে ৩ উপদেষ্টার পূজামণ্ডপ ও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন

১১

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মারধর, এলাকাবাসী বলছে বেত্রাঘাতের ক্ষোভ

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা

১৩

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে 

১৪

হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে লড়াইয়ের ইতিহাস বাংলাদেশের : মাহফুজ আলম

১৫

শিশুদের ‘যৌন নির্যাতন’, মাদ্রাসা বন্ধ করলেন ইউএনও

১৬

‘কথা ছিল ক্যাম্পাসে থাকার, কিন্তু প্রকৃতি এখানে এনে দাঁড় করিয়েছে’

১৭

বিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গঠন করবে : আজাদ

১৮

বিসিবি নির্বাচন নিয়ে ‍মুখ খুললেন ইশরাক

১৯

গুপ্তচরাবৃত্তির অভিযোগে দুই ফিলিস্তিনি শিশুকে আটক করল ইসরায়েল

২০
X