এনামুল হক রানা, নরসিংদী
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

‘পান থেকে চুন খসলেই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ’

নরসিংদী সাহেপ্রতাপ মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবরোধের চিত্র। ছবি : কালবেলা
নরসিংদী সাহেপ্রতাপ মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবরোধের চিত্র। ছবি : কালবেলা

কোনো ঘটনা ঘটলে এর প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। যে কোনো দাবি আদায়ের বিষয় হলেও এ মহাসড়কই অবরোধের কবলে পড়ে। বিক্ষোভকারীদের যখন তখন এহেন কর্মসূচিতে দুর্ভোগে পড়েন দূরদূরান্তের যাত্রীসহ সাধারণ মানুষ।

মহাসড়ক বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে বসে থাকতে হয় যাত্রীদের। দীর্ঘ যানজটে দূরপাল্লার বাসগুলো নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারে না তাদের গন্তব্যে। আবার পথে অনেকে অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের মধ্যে শিশু ও বয়স্করা বেশি সমস্যায় পড়ছেন।

জানা যায়, আন্দোলন, দাবি আদায়, হত্যাসহ নানা অন্যায়ের বিচার চেয়ে নরসিংদী অংশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে রাখা হচ্ছে প্রতিনিয়ত। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ঢাকা-সিলেট, ঢাকা-ভৈরব, ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়াগামী হাজার হাজার যাত্রী। গত এক মাসে মহাসড়কটিতে নানা দাবি-দাওয়া নিয়ে অন্তত ১০ বার বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ এর ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নরসিংদী সাহেপ্রতাপ মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে অধীন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্যত্র শিক্ষাদানের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তারা এ অবরোধ করেন। একই দিন সকাল ১০টার দিকে আলম হত্যার বিচারের দাবিতে মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা মোড়ে সড়ক অবরোধ করা হয়। এর আগেও কয়েকবার নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা দাবি আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছিলেন।

অন্যদিকে নরসিংদীর শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধের দাবিতে গত এক মাসে অন্তত পাঁচবার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মানববন্ধন, সভা-সমাবেশ করেছে মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির ব্যানারে একটি সংগঠন। এ সড়ক নির্মাণ বন্ধ না করলে অনুষ্ঠিত সমাবেশে তারা ঘোষণা দেন, তাদের দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে ঢাকা-সিলেট মহাসড়ক পুরোপুরি বন্ধসহ লাগাতার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আর আন্দোলনকারীদের এসব লাগাতার কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সিলেটগামী রাতুল হাসান নামে একজন যাত্রী বলেন, মাসে অন্তত ৩ থেকে ৪ বার সিলেট শহর থেকে আমাকে ব্যবসায়িক কাজে ঢাকায় যেতে হয়। প্রায় সময়ই হয় নরসিংদীর মাধবদী, না হয় পাঁচদোনা, সাহেপ্রতাপ, ভেলানর, ইটাখোলা এলাকায় যানজটে পড়তে হয়। জানতে পারি মহাসড়ক অবরোধের কারণেই এ যানজট।

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নরসিংদীর সম্পাদক হলধর দাস বলেন, যে কোনো দাবি বাস্তবায়নের একটি মাধ্যম যেন হয়ে দাঁড়িয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। পান থেকে চুন খসলেই দাবি আদায়কারীরা মহাসড়কে মানববন্ধন, সমাবেশ, অবস্থান কর্মসূচিসহ সড়ক অবরোধ করেন। এতে হাজার হাজার যাত্রী যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনই দেশে নরসিংদীর সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বর্তমানে ঢাকা থেকে সিলেট পর্যন্ত ছয় লেনের কাজ চলছে। দেখা যাবে ভবিষ্যতে দাবি আদায়ে ওই ছয় লেন বন্ধ করে রাখবে তারা। এখনই এ সমস্যার সমাধান না হলে দিন দিন এর পরিণত ভয়াবহ হবে।

নরসিংদীর শিল্পপতি মোজাম্মেল হক বলেন, বর্তমানে পুলিশকে তোয়াক্কা না করে ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ মহাসড়কে নেমে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে যান চলাচল। এতে মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা আতঙ্কের দিন পার করছে।

এ ব্যাপারে নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, দেশের এই প্রেক্ষাপটে রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের কাজ চলমান। এ কারণে মানুষের এমনিতেই দুর্ভোগ। এর ওপর মহাসড়ক অবরোধ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। আবার সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার মতো ঘটনা তো আছেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ভারতের ভিসা নিয়ে জটিলতায় পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা

বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আরেক বিশ্বনেতাকে অপহরণ করতে পারে যুক্তরাষ্ট্র, বললেন মেদভেদভ

অপহৃত এনসিপি কর্মী উদ্ধার

ভেনেজুয়েলায় যেতে প্রস্তুতি নিচ্ছে শীর্ষ তেল কোম্পানি

খালেদা জিয়ার আদর্শই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা : তুলি

এখন থেকে আইপিএলে নাম দেওয়ার আগে ভাববেন সাকিব

নির্বাচনকে ঘিরে অপতথ্য ও গুজব রোধে সবাইকে সতর্ক থাকতে হবে : ইসি সানাউল্লাহ

সাপ পাশে রেখে আগুন পোহানোর ভিডিও ভাইরাল

সুনির্দিষ্ট তথ্য পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

১০

রাজশাহী শহরকে আরও সুন্দর-নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

১১

‘আচরণবিধি লঙ্ঘন’: টাঙ্গাইলে বিএনপি প্রার্থী আযম খানকে শোকজ

১২

স্বামীর সঙ্গে তর্কের জেরে বাসচালককে পেটানোর অভিযোগ এএসপির বিরুদ্ধে

১৩

নখের এই ৫ লক্ষণ কখনোই অবহেলা করবেন না

১৪

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

১৫

জকসু নির্বাচন / ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৬

হঠাৎ ঢাকায় নব্বইয়ের হার্টথ্রব মডেল রিয়া

১৭

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

১৮

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

১৯

ভিন্ন পথের পথিক নির্মাতা আশরাফ

২০
X