বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

প্রেমের সম্পর্কের জেরে কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষার্থী আতিককে পিটিয়ে হত্যার ঘটনায় র‍্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের জয়নাল আবেদীন ও মো. হোসেন।

র‍্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান ও চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব ও পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এসএসসি পরীক্ষার্থী মো. আতিক খুন হয়। আতিকের এক বন্ধুর সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। গত অক্টোবরে ওই তরুণ-তরুণী পালিয়ে বিয়ে করে। পরে মেয়ের মা আতিকের বন্ধুসহ ১০ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে কয়েকজন ঘটনার দিন রাতে এসএসসি পরীক্ষার্থী আতিককে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরে ঢাকার একটি হাসপাতালে মারা যায় আতিক।

এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি আতিকের বাবা বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডটি চাঞ্চল্যকর হওয়ায় র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের একে খান বাসস্ট্যান্ড থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে। এরপর অভিযান চালিয়ে মো. হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে জয়নাল আবেদীন ও হোসেনকে গ্রেপ্তার করেছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

১০

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

১১

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

১২

সুন্দরবনে ফাঁদে আটক হরিণ উদ্ধার, শিকারি গ্রেপ্তার

১৩

তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি : রাশেদ

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

১৫

রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাস বাস্তবায়ন কতদূর?

১৬

জকসু নির্বাচনে ৬৬৬ ভোটে এগিয়ে শিবির প্যানেলের ভিপি প্রার্থী

১৭

ফেসবুকে অস্ত্র উঁচিয়ে পোস্ট, সেই যুবক আটক

১৮

সহজ ম্যাচ কঠিন করে জিতে শীর্ষে ফিরল চট্টগ্রাম

১৯

‘জুলাই সম্মাননা স্মারক’ পেলেন রাবির তিন সাংবাদিক

২০
X