চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

প্রেমের সম্পর্কের জেরে কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষার্থী আতিককে পিটিয়ে হত্যার ঘটনায় র‍্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের জয়নাল আবেদীন ও মো. হোসেন।

র‍্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান ও চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব ও পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এসএসসি পরীক্ষার্থী মো. আতিক খুন হয়। আতিকের এক বন্ধুর সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। গত অক্টোবরে ওই তরুণ-তরুণী পালিয়ে বিয়ে করে। পরে মেয়ের মা আতিকের বন্ধুসহ ১০ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে কয়েকজন ঘটনার দিন রাতে এসএসসি পরীক্ষার্থী আতিককে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরে ঢাকার একটি হাসপাতালে মারা যায় আতিক।

এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি আতিকের বাবা বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডটি চাঞ্চল্যকর হওয়ায় র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের একে খান বাসস্ট্যান্ড থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে। এরপর অভিযান চালিয়ে মো. হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে জয়নাল আবেদীন ও হোসেনকে গ্রেপ্তার করেছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজকে নেওয়ায় শাহরুখকে গাদ্দার বললেন বিজেপি নেতা

দুর্বৃত্তের হাতে যুবক হত্যা

বছরের শুরুতে ‘জোড়া সুখবর’ দিলেন অধরা

নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি: সুমি

সুন্দরবনে কাঁকড়া আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা

কোরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

অপারেশন ডেভিড হান্টে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপস করেননি : বাবর 

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় নিশ্চিত করতে চায় বিএনপি

১২

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি, শীতে কাবু জনজীবন

১৩

বছরের শুরুতেই সম্পদ বাড়ানোর জন্য সেরা কিছু পরামর্শ

১৪

যশোরের এক বছরে ৬০ খুন!

১৫

২০২৫ ছিল খুব কঠিন, অনেক কেঁদেছি: কারিনা

১৬

ঢাকায় কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত 

১৭

২০২৬ সালে কয়দিন ছুটি পাবে আর্থিক প্রতিষ্ঠানগুলো, দেখুন তালিকা

১৮

নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ভারতের

১৯

পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ

২০
X