মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

প্রেমের সম্পর্কের জেরে কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষার্থী আতিককে পিটিয়ে হত্যার ঘটনায় র‍্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের জয়নাল আবেদীন ও মো. হোসেন।

র‍্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান ও চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব ও পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এসএসসি পরীক্ষার্থী মো. আতিক খুন হয়। আতিকের এক বন্ধুর সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। গত অক্টোবরে ওই তরুণ-তরুণী পালিয়ে বিয়ে করে। পরে মেয়ের মা আতিকের বন্ধুসহ ১০ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে কয়েকজন ঘটনার দিন রাতে এসএসসি পরীক্ষার্থী আতিককে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরে ঢাকার একটি হাসপাতালে মারা যায় আতিক।

এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি আতিকের বাবা বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডটি চাঞ্চল্যকর হওয়ায় র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের একে খান বাসস্ট্যান্ড থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে। এরপর অভিযান চালিয়ে মো. হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে জয়নাল আবেদীন ও হোসেনকে গ্রেপ্তার করেছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে অভিযান চালিয়ে আ.লীগের তিন নেতাকে গ্রেপ্তার

সংখ্যালঘু ঐক্যমোর্চার বিক্ষোভ / সহিংসতা-নৃশংসতায় তীব্র ক্ষোভ, জড়িতদের শাস্তি দাবি

শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

রাতে সড়কে ঝরল তাজা তিন প্রাণ

এবার সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুর

রেকর্ড মুনাফায় বাংলাদেশ শিপিং করপোরেশন

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার পর এলাকায় ক্ষোভ

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

ঢাকা কলেজ ছাত্রদলের ‘ভিন্নরকম’ কর্মসূচি

১০

জামায়াতের এক নেতা বহিষ্কার

১১

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাবেন বরিশালের পাঁচ লক্ষাধিক নেতাকর্মী

১২

বিলের লিজের টাকা চাওয়ায় জমির মালিকদের বাড়িঘরে হামলা

১৩

গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ডেনমার্কের

১৪

২০২৬ বিশ্বকাপের স্বপ্নে বিভোর নেইমার

১৫

এবার আগরতলা-শিলিগুড়িতেও ভিসা কার্যক্রম বন্ধ

১৬

সরকারের গানম্যান প্রস্তাব প্রত্যাখ্যান, যা বললেন সাদিক কায়েম

১৭

নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু

১৮

গিল পরীক্ষা ব্যর্থ, আবারও হার্দিকের দিকেই ফিরছে বিসিসিআই

১৯

বাংলাদেশে ভারতীয় সব ভিসাকেন্দ্র কখন চালু হবে, জানালেন প্রণয় ভার্মা

২০
X