সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ
প্রতিবাদে সংবাদ সম্মেলন

হত্যা মামলার আসামি জামায়াতের নেতারা

জামায়াতের সাদুল্লাপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জামায়াতের সাদুল্লাপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

গাইবান্ধার সাদুল্লাপুরে ছাত্রলীগের সাবেক নেতা ও ক্রিকেটার আব্দুল্লাহ আল মামুন হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাদুল্লাপুর উপজেলা জামায়াত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দলটির সাদুল্লাপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত ১৩ ফেব্রুয়ারি ধাপেরহাট জামদানী মোড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন। আমরা ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীর বিচার দাবি করছি। সেই সঙ্গে আব্দুল্লাহ আল মামুন হত্যা ঘটনায় অংশগ্রহণকারী প্রকৃত খুনিদের রক্ষার্থে হীন ষড়যন্ত্র করতে নিরাপরাধ কিছু জামায়াত নেতাকর্মীদের আসামি করে মামলা করা হয়েছে। এসব আসামির মধ্যে ১৬ জন জামায়াতে ইসলামীর নেতাকর্মী। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর উপজেলা শাখার যুব বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানী রতন, ইউনিয়ন শাখার সেক্রেটারি সুজন মিয়া, শ্রমিক কল্যাণের সভাপতি রোস্তম, কর্মী আশরাফুল, রাব্বি, বাবু, পিয়াস, লিমন, চায়েন, সাফি, পারভেজ, রেজওয়ান, রায়হান, ফেরদাউস, ওহাব আলী ও রাশেদকে আসামি করা হয়। ষড়যন্ত্রমূলকভাবে তাদের আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমির এরশাদুল হক ইমন বলেন, ইতোমধ্যে ওই হত্যার দৃশ্য সিসিটিভির একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধীদের মুখ ঢাকা অবস্থায় লাঠিসোঁটা নিয়ে দেখা যায়। এরপরও ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন পোস্টারে শুধু জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নাম ছাপানো হয়েছে। যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করার হীন উদ্দেশ্য। এ ছাড়া অন্যান্য দলের আসামি থাকলেও তাদের নামে পোস্টার ছাপানো হয়নি। প্রতিহিংসার বশবর্তী হয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জড়ানো হয়েছে। তাদের দ্রুত এ ঘটনার অভিযোগ থেকে মুক্তি দেওয়াসহ প্রকৃত আসামিদের গ্রেপ্তার দাবি করছি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, উপজেলা শাখার সহ-সেক্রেটারি মুফতি মাওলানা শফিউজ্জামান সুমন, বাইতুলমাল সম্পাদক লোকমান হোসেন, সাবেক আমির মাওলানা আব্দুর রউফ মিয়া, শহর শাখার আমির শাহাবুল আলম কাজল, ওয়ার্ড শাখার আমির শহিদুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি ইসমাইল হোসেন মণ্ডল, সাবেক সেক্রেটারি মাইদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে নতুন ৫ সদস্য

ছয় মাসে ১৫ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

জোভান-নিহার ‘সহযাত্রী’

ভারতীয় ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১

টাইফয়েড টিকা পেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন

নারায়ণগঞ্জে পুলিশি নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম সুস্থতার পথে

শিক্ষার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ পারভেজ মল্লিক

চাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

জাতীয় নির্বাচনকে ঘিরে ইসির ২৪ পরিকল্পনা

লালে রঙিন হাজারো নারী, স্বামীর জন্য করলেন প্রার্থনা

১০

সংবিধান পরিবর্তন করতে পারে শুধু নির্বাচিত প্রতিনিধিরাই : হাফিজ উদ্দিন

১১

গুম যেন না হয় তা নিয়ে সরকার কাজ করছে : প্রেস সচিব

১২

যাদের জন্য ডিম খাওয়া বিপজ্জনক

১৩

আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে পশুবাহিত এক অজানা রোগ

১৪

ভারতীয় নাগরিক মোস্তফার এনআইডি বাতিল কেন নয়, হাইকোর্টের রুল

১৫

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় বৈঠকে বসেছে কমিটি

১৬

মাইকেল ক্লার্ক থেকে যুবরাজ সিং: ক্যানসারের বিরুদ্ধে লড়েছেন যে ৮ ক্রিকেটার

১৭

ফিট থাকতে সাপ্লিমেন্ট খাচ্ছেন? সঠিক নিয়ম না মানলে বড় বিপদ

১৮

গাজাঘেঁষা ইসরায়েলি শহরে ড্রোন হামলা

১৯

হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

২০
X