সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ
প্রতিবাদে সংবাদ সম্মেলন

হত্যা মামলার আসামি জামায়াতের নেতারা

জামায়াতের সাদুল্লাপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জামায়াতের সাদুল্লাপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

গাইবান্ধার সাদুল্লাপুরে ছাত্রলীগের সাবেক নেতা ও ক্রিকেটার আব্দুল্লাহ আল মামুন হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাদুল্লাপুর উপজেলা জামায়াত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দলটির সাদুল্লাপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত ১৩ ফেব্রুয়ারি ধাপেরহাট জামদানী মোড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন। আমরা ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীর বিচার দাবি করছি। সেই সঙ্গে আব্দুল্লাহ আল মামুন হত্যা ঘটনায় অংশগ্রহণকারী প্রকৃত খুনিদের রক্ষার্থে হীন ষড়যন্ত্র করতে নিরাপরাধ কিছু জামায়াত নেতাকর্মীদের আসামি করে মামলা করা হয়েছে। এসব আসামির মধ্যে ১৬ জন জামায়াতে ইসলামীর নেতাকর্মী। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর উপজেলা শাখার যুব বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানী রতন, ইউনিয়ন শাখার সেক্রেটারি সুজন মিয়া, শ্রমিক কল্যাণের সভাপতি রোস্তম, কর্মী আশরাফুল, রাব্বি, বাবু, পিয়াস, লিমন, চায়েন, সাফি, পারভেজ, রেজওয়ান, রায়হান, ফেরদাউস, ওহাব আলী ও রাশেদকে আসামি করা হয়। ষড়যন্ত্রমূলকভাবে তাদের আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমির এরশাদুল হক ইমন বলেন, ইতোমধ্যে ওই হত্যার দৃশ্য সিসিটিভির একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধীদের মুখ ঢাকা অবস্থায় লাঠিসোঁটা নিয়ে দেখা যায়। এরপরও ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন পোস্টারে শুধু জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নাম ছাপানো হয়েছে। যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করার হীন উদ্দেশ্য। এ ছাড়া অন্যান্য দলের আসামি থাকলেও তাদের নামে পোস্টার ছাপানো হয়নি। প্রতিহিংসার বশবর্তী হয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জড়ানো হয়েছে। তাদের দ্রুত এ ঘটনার অভিযোগ থেকে মুক্তি দেওয়াসহ প্রকৃত আসামিদের গ্রেপ্তার দাবি করছি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, উপজেলা শাখার সহ-সেক্রেটারি মুফতি মাওলানা শফিউজ্জামান সুমন, বাইতুলমাল সম্পাদক লোকমান হোসেন, সাবেক আমির মাওলানা আব্দুর রউফ মিয়া, শহর শাখার আমির শাহাবুল আলম কাজল, ওয়ার্ড শাখার আমির শহিদুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি ইসমাইল হোসেন মণ্ডল, সাবেক সেক্রেটারি মাইদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব, সম্পাদক সাব্বির

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর সিদ্ধান্ত দ্রুত নেবে ইউজিসি

প্রধান উপদেষ্টার নিজস্ব কোনো সম্পত্তি নেই : প্রেস সচিব

মধ্য রাতে পুড়ে ছাই ৬ বিঘা জমির পানের বরজ

কোরবানির ঈদে খেল দেখাবে ‘নাটোরের বাদশা’

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাবির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

নওগাঁর আম বাজারে আসবে ২২ মে

ভাসানচর থেকে পালিয়ে আসা অর্ধশত রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

গাজা যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর দাবি মার্কিন দূতের

১০

কতটা কার্যকর হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি

১১

বেনজীরের স্ত্রীর বুর্জ খলিফার ফ্ল্যাট জব্দের আদেশ

১২

‘দেড় লাখ টাকায় বিক্রি’ হওয়া সেই শিশু উদ্ধার

১৩

২০২৫ সালের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ৪৪% একত্রিত নিট মুনাফা বৃদ্ধি

১৪

আ.লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি 

১৫

মাহফুজকে স্বারক : অবিলম্বে পদত্যাগ করুন

১৬

যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা

১৭

মামলার ১১ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলু

১৮

ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

১৯

সাংবাদিকদের বেতন ৩০ হাজার টাকার নিচে হওয়া উচিত নয় : প্রেস সচিব

২০
X