পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আজহারুলের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফেরত চাইলেন মাসুদ সাঈদী

জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাসুদ বিন সাঈদী। ছবি : কালবেলা
জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাসুদ বিন সাঈদী। ছবি : কালবেলা

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী বলেছেন, আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত মজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহীদ মিনারে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, ৫ আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন আজহারুল ইসলামের ব্যাপারে হলো। কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না। তার মুক্তির দাবিতে কেন আমাদের রাজপথে নামতে হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী শাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ, সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠিত হয়েছিল বিচারপতি মানিকের নেতৃত্বে। সেই কমিশনের সদস্য ছিলেন রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু। চুপ্পুর ষড়যন্ত্রে আজকে এটিএম আজাহারের মুক্তি হচ্ছে না।

জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক এ চেয়ারম্যান বলেন, এটিএম আজহারের মুক্তির পাশাপাশি রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছি। আজহারুলকে ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয়েছিল ফাঁসির রায়। সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল সেই সাক্ষীদের সাক্ষ্য বলেছিল, তারা নাকি দেড় কিলোমিটার দূর থেকে একজন, তিন কিলোমিটার দূর থেকে আরেকজন ও ছয় কিলোমিটার দূর থেকে দেখেছে আজহারুল ইসলাম পাক সেনাদের সঙ্গে নিয়ে ট্রেন থেকে নেমেছে। এ রকম গাঁজাখুরি সাক্ষীর মাধ্যমে যে বিচার পরিচালিত হয় ওই বিচারের কপালে আমরা ঝাড়ু মারি।

দেলাওয়ার হোসাইন সাঈদী ছেলে বলেন, আমরা শুধু এটিএম আজহারের মুক্তি দাবি করছি না। এ পচা সাক্ষীর ভিত্তিতে যারা সাক্ষ্য দিয়েছে, বিচার করেছে ওইসব কুলাঙ্গার বিচারপতিদের ফাঁসি দাবি করছি। আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি। মেহেরবানি করে আমাদের ধৈর্যের চ্যুতি ঘটাবেন না। আমরা কিন্তু ফোঁস করতে জানি।

মাসুদ সাঈদী আরও বলেন, আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত মজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আমাদের নিবন্ধন কারও দয়ায় পাইনি। কারও দয়ায় আমরা নিবন্ধন চাই না। আমরা আমাদের অধিকার আদায় করে নেব। আমাদের মার্কা আদায় করে নেব ইনশাআল্লাহ।

পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ ও শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

১০

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

১১

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

১২

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

১৪

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

১৫

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১৬

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১৮

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১৯

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

২০
X