কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বৈরাচারমুক্ত বাংলাদেশে জামায়াত এখনো বৈষম্যের শিকার : গোলাম পরওয়ার

খুলনা সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
খুলনা সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

স্বৈরাচারমুক্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে এক সমাবেশ এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন তুলে বলেন, আয়নাঘরসহ সব নিষ্ঠুরতার মাস্টার মাইন্ড শেখ হাসিনার ১৭ বছরের কালোযুগে দেওয়া সব মিথ্যা মামলা ও কথিত রায়ে অনেকেই মুক্তি পেয়েছে। কিন্তু জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কেন এখনো কারাবন্দি?

২০১০ সালের ৩০ জুনের পর এটি খুলনায় প্রকাশ্যে কোনো সমাবেশ উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্টের পরের দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলেও জামায়াত নেতা এটিএম আজহারকে কেন এখনো কারাগারে থাকতে হবে? জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের আমরাও তো শরিক। এমনকি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জামায়াতও ছিল রাজপথে’।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহনগরী জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান ও মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপ্যাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মো. আবু ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি অধ্যক্ষ গাউসুল আজম হাদী, মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা উত্তর সভাপতি আবু ইউসুফ ফকির ও জেলা দক্ষিণ সভাপতি আবু জার আল গিফারী।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর শহীদ পার্ক থেকে শুরু হয়ে পিকচার প্যালেস মোড়, ডাকবাংলো মোড়, ফেরিঘাট, পাওয়ার হাউজ মোড় হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

তবে শেষ মুহূর্তে এসে নগরীর শিববাড়ি মোড়স্থ কেডিএ’র প্রধান ফটকের পাশে রেলওয়ের ভেতর থেকে মিছিলের শেষ ভাগে একটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় গোটা এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি ঘোষণার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হিরো আলম

স্বাধীনতা দিবসে ক্যালিফোর্নিয়ায় বিএনপির আলোচনা সভা

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ল

এসপির বডিগার্ড পরিচয়ে চাঁদা দাবি, প্রতারক গ্রেপ্তার

মেয়র হিসেবে শপথ নেব কিনা সেটা দলীয় সিদ্ধান্ত : ইশরাক

সিরাজগঞ্জে মার্চেই ১৩ ধর্ষণ মামলা!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই চিরচেনা সেই যানজট

ঈদযাত্রা নিরাপদ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে : সেলিম উদ্দিন

নাটকে এই চর্চাটা খুব কম হয় : সজীব

বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ধরে টাকা ছিনতাই, আটক ৩

১০

‘এনসিপি কোনো এক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়’

১১

ভৈরবে ইউপি চেয়ারম্যান রিপন গ্রেপ্তার

১২

ভবনসহ সেই সম্পত্তি দখলের ঘটনায় গ্রেপ্তার ৪১ 

১৩

আদালতের ঘোষণায় যে প্রতিক্রিয়া জানালেন ইশরাক

১৪

ঢাকাসহ ৪ শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ করবে বিএনপি 

১৫

 ঐকমত্য কমিশনে প্রস্তাব জমা দিল ১২ দলীয় জোট

১৬

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না বাবা-মেয়ের

১৭

পারিবারিক কলহ, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফাঁস নিলেন স্বামী

১৮

হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার, নৌকা ফেলে পালাল শিকারিরা

১৯

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

২০
X