দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীর মায়ের পরকীয়া সম্পর্ক ফাঁস করায় খুন হন মাসুদ

কলেজশিক্ষার্থী মাসুদ হাসান রঞ্জু খুনে জড়িত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
কলেজশিক্ষার্থী মাসুদ হাসান রঞ্জু খুনে জড়িত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাত্রীর মায়ের পরকীয়া সম্পর্কের ঘটনা ফাঁস করে দেওয়ায় গৃহশিক্ষক মাসুদ হাসান রঞ্জুকে খুন করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন ছাত্রীর মায়ের পরকীয়া প্রেমিক হুমায়ুন কবির।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গ্রেপ্তার হুমায়ুন কবির। জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গৃহবধূ শাহানাজ সুলতানার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হুমায়ুন কবিরের। নিহত মাসুদ হাসান ছিলেন শাহানাজ সুলতানার বাড়ির গৃহশিক্ষক। তিনি বদনপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মাসুদ হাসান রঞ্জু এলাকার মিজানুর রহমানের মেয়েকে প্রাইভেট পড়াতেন৷ এরই মধ্যে বুঝতে পারেন মিজানুরের স্ত্রী অর্থাৎ ছাত্রীর মা শাহানাজ সুলতানার সঙ্গে এলাকার হুমায়ুন কবিরের পরকীয়ার সম্পর্ক চলছে৷ বিশেষ কায়দায় শাহানাজ ও হুমায়ুন কবিরের মধ্যে কখন কি কথা হয়, সে বিষয়টি মাসুদ জেনে যেত। তাদের মোবাইল ফোনে কথা বলার বিষয়টি শাহানাজের স্বামী মিজানুর রহমান স্থানীয় লোকজনকে জানায়।

পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পরকীয়া প্রেমিক হুমায়ুন কবির জানান, হত্যার ৫/৬ দিন পূর্বে রাতে শাহানাজ আমার মোবাইলে ফোন দিয়ে বলে যে, রঞ্জু আমাদের কথাবার্তা রেকর্ড করে রাখছে। তাকে মেরে ফেলতে হবে, আমি বলি ঠিক আছে, মেরে ফেলব। সে আরও বলে- মারতে পারলে, আমার সঙ্গে কথা বলবা। না পারলে কথা বলবা না। ওই কারণে আমি রঞ্জুকে মেরে ফেলার পরিকল্পনা করি।

পরিকল্পনা মোতাবেক ঘটনার দুয়েক দিন আগে আমি মাসুদকে বলি, আমি রোববার (১৬ ফেব্রুয়ারি) আমার ভুট্টা ক্ষেতে পানি দেব। তখন মাসুদ বলে যে, আমিও আমার ভুট্টা ক্ষেতে পানি দেব। সে মোতাবেক রোববার সকাল ৯টার দিকে আমি আমার ভুট্টা ক্ষেতে পানি দিতে যাই এবং মাসুদও তার জমিতে পানি দেওয়ার জন্য আসে।

হুমায়ুন কবির আরও জানান, আমার জমিতে পানি দেওয়া শেষে দুপুর ১২টার দিকে মাসুদ তার জমিতে পানি দেওয়া শুরু করে। এ সময় আমি মাসুদের পেছনে পেছনে ভুট্টা ক্ষেতের ভেতরে গিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক কোদাল দিয়ে তার মাথায় আঘাত করি। এতে সে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে আমি তাকে দুটি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে কোদাল ক্যানেলের মধ্যে রেখে বাড়ি চলে আসি।

এদিকে ঘটনার পরদিন নিহত মাসুদের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করে। এ মামলায় হুমায়ুন কবির ও শাহানাজ সুলতানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ-তিশা

স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়িতে যাচ্ছে যুক্তরাজ্য

রাবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের নেতৃত্বে নজরুল-মিজানুর

এবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতির ওপর হামলা

৩ মাস ধরে ওষুধ সংকট, রোগীরা ফিরছেন খালি হাতে

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

যুবলীগের ৩ নেতা আটক

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

বিইউবিটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

বিসিবি নির্বাচন / বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন যারা

১১

পরিবেশের অবনতি হচ্ছে ইউরোপে, ইইএর সতর্কবার্তা

১২

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

১৩

খাগড়াছড়ির দুই সড়কে অবরোধ শিথিল 

১৪

চ্যাম্পিয়ন হওয়ায় এসিসি যা দিচ্ছে তার ৮ গুণ অর্থ পুরস্কার পাচ্ছে ভারত!

১৫

জামায়াত আমিরের সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন যুবদলের নেতাকর্মীরা

১৭

জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব মামুনুর রশিদ গ্রেপ্তার

১৮

নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

১৯

কুষ্টিয়ায় ৬ হত্যা: ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর

২০
X