পাবনায় আমজনতার বাজারে ৫ টাকায় পাঁচটি ডিম আর ৫ টাকায় এক লিটার করে দুধ পেলেন একশ’জন হতদরিদ্র অসহায় দুস্থ মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘পাশে আছি ইনিশিয়েটিভ’ এর উদ্যোগে এই ডিম ও দুধ বিতরণ করা হয়।
রবিবার (২০ আগস্ট) দুপুরে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভিলেজ ভিশন বাংলাদেশের আয়োজনে আমজতার বাজারে এই খাদ্যপণ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন পাবনা পৌরসভার কাউন্সিলর আজিজুল ইসলাম বাদল, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এস মোস্তাকিম সবুজ।
এ সময় পাশে আছি ইনিশিয়েটিভের সদস্য রাজিব মিয়া, ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকারসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন।
পাশে আছি ইনিশিয়েটিভের সদস্য রাজিব মিয়া জানান, সমাজের হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষদের পুষ্টি সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। সমাজের অনেক বিত্তবান আছেন যারা যাকাত দেন না। তারা যদি যাকাত দেন বা যাকাতের টাকায় এমনভাবে সমাজের মানুষের কল্যাণে পাশে দাঁড়ান তাহলে সমাজ বদলে যাবে।
এদিকে দশ টাকার মধ্যে ডিম ও দুধ পেয়ে খুশি সুবিধাবঞ্ছিত মানুষেরা।
পাবনা পৌর সদরের গোবিন্দা মহল্লার রমজান আলী, হাশেম আলী, যুগীপাড়া মহল্লার পাখি খাতুন, হেমায়েতপুর গ্রামের রহিমা বেগম বলেন, ‘এই সময়ে যে ৫ টাকায় ৫টা ডিম আর ৫ টাকায় এক লিটার দুধ পাওয়া যাবি, শিডা ভাববেরই পারি নাই। খুব খুশি হইছি। আমারে মতন গরিব মাইনষের খুব উপকার হলো। এ রকম যদি বড়লোকরা করে তালি অনেক মাইনষের উপকার হবি।’
জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এস মোস্তাকিম সবুজ বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ঊর্ধ্বমূল্যের বাজারে সমাজের সুবিধাবঞ্চিত কিছু মানুষের উপকার হলো। অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তবান মানুষদের যার যার অবস্থান থেকে এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসা উচিত।
উদ্যোক্তারা জানান, গতকাল বিভিন্ন এলাকায় গিয়ে দুস্থ ও অসহায় মানুষ খুঁজে বের করে তাদের কাছে টোকেন দিয়ে আসেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। আজ তাদের মাঝে ডিম, দুধ দেওয়া হয়।
এর আগে গত শনিবার (১৯ আগস্ট) ‘পাশে আছি ইনিশিয়েটিভ’ এর উদ্যোগে পাবনা সদরের তপোবন উচ্চ বিদ্যালয়ে গুচ্ছগ্রামের অসহায় সুবিধাবঞ্চিত ৭০ জন মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়। খাবার তালিকায় ছিল পোলাও, মুরগির মাংস ও মুগ ডালের ভুনা।
মন্তব্য করুন