ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ছাত্রদলের কমিটি থেকে চারজনের পদত্যাগ

পদত্যাগ করা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
পদত্যাগ করা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

ঝালকাঠির জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটি থেকে চারজন পদত্যাগ করেছেন। অছাত্র ও আওয়ামী লীগ নেতার ছেলেকে কমিটিতে রাখার অভিযোগ তুলে পদত্যাগ করেন তারা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের সামনে সম্পাদক রিমন মোল্লার নেতৃত্বে পদত্যাগ করা চারজনসহ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমন মোল্লা অভিযোগ করে বলেন, অছাত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলেকে দিয়ে এই কমিটি করা হয়েছে। আমরা এমন কমিটি মানি না। তাই চারজন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।

বিক্ষোভ কর্মসূচির সময় পদত্যাগকারীরা গণমাধ্যমের সামনে তাদের পদত্যাগপত্র উপস্থাপন করেন ও ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানান। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নতুন কমিটি না দিলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বলেন, আমি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম। আমি ৫নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহসভাপতি। কমিটি ঘোষণার পর আমাকে এবং আমার পরিবারকে সরাসরি হাত-পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল জায়েদ বলেন, আমি বিগত কমিটির সদস্য ছিলাম। আন্দোলনে হামলার শিকার হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, আওয়ামী লীগের হাতে লাঞ্ছিত হয়েছি। তবুও ছাত্রদল ছাড়িনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সুন্দর একটি কমিটি গঠন করা হয়েছে। দলীয় ভাবমূর্তি রক্ষায় সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান বলেন, জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা সুন্দর একটি কমিটি ঘোষণা করেছেন। প্রকৃত ত্যাগী ও দলপ্রেমীরা কমিটিতে স্থান পেয়েছেন। আমরা শুনেছি, কিছু নেতাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, যা সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি।

জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, আমরা পদত্যাগপত্র পাইনি। কী কারণে পদত্যাগ করেছে সেটাও আমাদের জানা নেই।

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল্লাহ আল জায়েদকে সভাপতি ও মো. রবিউল ইসলাম রিমন মোল্লাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইকে বাঁচাতে ঝাঁপ দেয় বোন, ভেসে উঠল দুজনের নিথর দেহ

ইলিশ রক্ষায় অভিযান, প্রথমদিনেই ২২০ টন জব্দ

কখন এবং কতটা শক্তিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’?

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মতবিনিময় সভায় বক্তারা / মহাসড়কে নিরাপত্তা ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার

১০

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

১১

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

১২

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

১৩

‘ধর্ম অবমাননা’ : সেই অপূর্ব পালকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ

১৪

বিসিবি নির্বাচন পেছানোসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি

১৫

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

১৬

ইন্টার ইউনিভার্সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

আশিয়ান সিটিতে ৬ দিনব্যাপী ‘শরৎ উৎসব’

১৮

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

১৯

১৩ সেকেন্ডেই লন্ডভন্ড পাঁচ গ্রাম

২০
X