ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ছাত্রদলের কমিটি থেকে চারজনের পদত্যাগ

পদত্যাগ করা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
পদত্যাগ করা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

ঝালকাঠির জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটি থেকে চারজন পদত্যাগ করেছেন। অছাত্র ও আওয়ামী লীগ নেতার ছেলেকে কমিটিতে রাখার অভিযোগ তুলে পদত্যাগ করেন তারা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের সামনে সম্পাদক রিমন মোল্লার নেতৃত্বে পদত্যাগ করা চারজনসহ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমন মোল্লা অভিযোগ করে বলেন, অছাত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলেকে দিয়ে এই কমিটি করা হয়েছে। আমরা এমন কমিটি মানি না। তাই চারজন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।

বিক্ষোভ কর্মসূচির সময় পদত্যাগকারীরা গণমাধ্যমের সামনে তাদের পদত্যাগপত্র উপস্থাপন করেন ও ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানান। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নতুন কমিটি না দিলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বলেন, আমি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম। আমি ৫নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহসভাপতি। কমিটি ঘোষণার পর আমাকে এবং আমার পরিবারকে সরাসরি হাত-পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল জায়েদ বলেন, আমি বিগত কমিটির সদস্য ছিলাম। আন্দোলনে হামলার শিকার হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, আওয়ামী লীগের হাতে লাঞ্ছিত হয়েছি। তবুও ছাত্রদল ছাড়িনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সুন্দর একটি কমিটি গঠন করা হয়েছে। দলীয় ভাবমূর্তি রক্ষায় সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান বলেন, জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা সুন্দর একটি কমিটি ঘোষণা করেছেন। প্রকৃত ত্যাগী ও দলপ্রেমীরা কমিটিতে স্থান পেয়েছেন। আমরা শুনেছি, কিছু নেতাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, যা সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি।

জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, আমরা পদত্যাগপত্র পাইনি। কী কারণে পদত্যাগ করেছে সেটাও আমাদের জানা নেই।

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল্লাহ আল জায়েদকে সভাপতি ও মো. রবিউল ইসলাম রিমন মোল্লাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

১০

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

১১

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

১২

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

১৩

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

১৪

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

১৫

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

১৬

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

১৭

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

২০
X