রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

রামেকে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তি চরমে

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ছবি : কালবেলা
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ছবি : কালবেলা

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। সারা দেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ইন্টার্নদের এ কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রামেক হাসপাতালের রোগী ও স্বজনরা।

এর আগে পাঁচ দফা দাবিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টর ফোরামের সভাপতি ডা. আব্দুল্লাহ বলেন, ‘আমরা আমাদের কর্মবিরতি চলমান রেখেছি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) আমরা কেউ কাজে ফিরিনি। সেই সঙ্গে আমাদের প্রথম থেকে ৫ বর্ষের সব ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছি।’

তিনি বলে, ‘আমরা বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে গিয়ে তাদের অপারেশন থিয়েটারে (ওটি) ডাক্তার ছাড়া যাতে কেউ না ঢুকতে পারে সেই বিষয়ে কথা বলে এসেছি। আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতিকে আমরা স্মারকলিপি দেব।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। রামেক হাসপাতালের বিভিন্ন বিভাগে গিয়ে দেখা যায়, ওয়ার্ডগুলোতে কোনো ইন্টার্ন চিকিৎসক নেই। এ ছাড়া ওয়ার্ডে দেখা পাওয়া যাচ্ছে না সিনিয়র চিকিৎসকদেরও।

হাসপাতালে আসা রোগীর স্বজন নাসির উদ্দিন বলেন, সকালে একবার শুধু ডাক্তারের দেখা পেয়েছি। কিন্তু সারাদিন গেল আর কারও দেখা পাইনি।

পুঠিয়া থেকে আসা শিরিন আখতার বলেন, জরুরি বিভাগ থেকে ওয়ার্ড, কোথাও ডাক্তার নেই। সকাল থেকে রোগী নিয়ে বসে আছি। ডাক্তার এলে চিকিৎসা শুরু হবে।

তবে এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফএম শামীম আহম্মদ জানান, হাসপাতালে ৬০টি ওয়ার্ড রয়েছে। আর ওয়ার্ডগুলোতে চিকিৎসার কোনো ব্যাঘাতই ঘটছে না। কারণ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ২৪০ জন। তারা না থাকায় মিড লেভেলের চিকিৎসক ও বেসরকারি অনারারি মেডিকেল কর্মকর্তাদের দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে তেমন সমস্যা হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর ‘হাজার গোল’ ছোঁয়ার ভবিষ্যদ্বাণী এআই-এর!

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

অনুমতি ছাড়াই নারীর ছবি অনলাইনে পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

যোগদান করছেন চট্টগ্রামের নতুন ডিসি সাইফুল ইসলাম

একসঙ্গে বেড়ে ওঠা, বিদেশে কাজ ও মৃত্যুর পরও পাশাপাশি দাফন

বানার নদীর স্রোতে ভেসে গিয়ে দুই নারীর মৃত্যু

হাসানাত আব্দুল্লাহর নামে মামলা

স্মার্টফোনে থাকা সব ছবি গোপনে দেখবে ফেসবুক, কীভাবে

নর্থ সাউথের সেই শিক্ষার্থীর দোষ স্বীকার

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে নয়াপল্টনে পদবঞ্চিতদের বিক্ষোভ

১০

জাপানের এনইএফ বৃত্তি পেল বাংলাদেশের ২০ শিক্ষার্থী

১১

সাংবাদিককে মারধরের ঘটনা নিয়ে বিএনপির বিবৃতি

১২

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

১৩

ঘরে এসেছে নতুন অতিথি

১৪

পুরান ঢাকায় ছুরিকাঘাতে প্রাণ গেল জবি ছাত্রদল নেতার

১৫

দীর্ঘদিন অনাদায়ী ঋণ অবলোপন, আদায়কর্মী পাবেন প্রণোদনা

১৬

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : জামায়াত নেতা শাহজাহান

১৭

যশোরে ব্যতিক্রম আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

ঘুম ভাঙলেও প্রস্রাব চেপে শুয়ে থাকেন? অজান্তেই হচ্ছে ভয়াবহ ক্ষতি

১৯

ক্ষমা চাওয়ার আহ্বান নিয়ে যা বললেন সালাহউদ্দিন

২০
X