খুলনা ব্যুরো
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘হল খালির’ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

কুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
কুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিন্ডিকেটের জরুরি সভায় হল ত্যাগে সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হল খালি করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মিছিল করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ‘দুর্বার বাংলা’ পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষেপ করে।

মিছিল থেকে ছাত্ররা হল ‘ভ্যাকেন্ট, হল ভ্যাকেন্ট, মানি না, মানবো না’। ‘হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘অবৈধ সিন্ডিকেট সিদ্ধান্ত মানি না, মানবো না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘ভয় দিয়ে আন্দোলন, থামানো যাবে না’ সহ বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারা হল ছাড়বেন না। হল ছাড়তে হলে তাদের রক্তের উপর দিয়ে হল ছাড়াতে হবে। একইসঙ্গে তারা সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বলেন, হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত আন্দোলনকে দীর্ঘায়িত এবং ভিন্নখাতে প্রবাহিত করার একটি প্রচেষ্টা। আমরা আগামীকাল হল ছাড়ছি না। হল ভ্যাকেন্ট বা খালি যদি করতে হয় আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, ৬ দফা দাবিতে আন্দোলন করছি। ভিসির বাসভবনে তালা লাগিয়ে দিয়েছিলাম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থীদের না জানিয়ে তালা ভেঙে ভবনে প্রবেশ করেছেন। এর প্রতিবাদে সকালে একটি মিছিল বের করা হয়। একজন শিক্ষক ছাত্রের ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করে। আমরা শিক্ষকদের কাছ থেকে এ ধরনের আচরণ আশা করি না। আমরা আশা করি শিক্ষকরা আমাদের যোক্তিক দাবির সঙ্গে একমত জানাবেন।

তারা বলেন, আমাদের যে ১৫০ জন ভাই-বোন আহত হয়েছে, রক্ত ঝড়িয়েছে তাদের খোঁজ খবর এখনও পর্যন্ত নেয়নি। হাসপাতালে যাননি, শিক্ষার্থীদের পাশে দাড়াননি। আমরা আন্দোলন চালিয়ে যাব। এখনও পর্যন্ত আন্দোলনে অটল আছি। শুধু আমাদের ৫ দফা দাবি নামমাত্র মেনে নিলে হবে না। ভিসি-প্রো-ভিসি পদত্যাগসহ ছয় দফা দাবির প্রত্যেকটি মানতে হবে। আমাদের আন্দোলনকে দীর্ঘায়িত এবং ভিন্নখাতে নেওয়ার জন্য জোর করে যে হল ভ্যাকেন্ট দেওয়া হয়েছে তা প্রত্যাখ্যান করছি। এর আগে সন্ধ্যায় নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় কুয়েট কর্তৃপক্ষ। এতে আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সব প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

গয়েশ্বর চন্দ্রের দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য

সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না : চরমোনাই পীর

ওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন

ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করেছি : মো. শাহজাহান

৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী-দারোয়ান রিমান্ডে 

স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারকারী স্বামীকে নিয়ে হাদিসে যা বলা হয়েছে

এশিয়া কাপ হকির ‘বি’ গ্রুপে বাংলাদেশ

গলায় ম্যাজিক বল আটকে শিশুর মৃত্যু

১০

সন্তান-স্ত্রীসহ সাবেক এমপি সালাহ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১১

প্রতিদিন কতটা হাঁটা স্বাস্থ্যসম্মত, ৭০০০ নাকি ১০০০০ পা?

১২

জুলাই সনদের কয়েকটি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে : সালাহউদ্দিন

১৩

রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী

১৫

এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের

১৬

মেহেরপুর সীমান্তে ৩৯ নারী-পুরুষকে হস্তান্তর বিএসএফের

১৭

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

১৯

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

২০
X