খুলনা ব্যুরো
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘হল খালির’ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

কুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
কুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিন্ডিকেটের জরুরি সভায় হল ত্যাগে সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হল খালি করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মিছিল করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ‘দুর্বার বাংলা’ পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষেপ করে।

মিছিল থেকে ছাত্ররা হল ‘ভ্যাকেন্ট, হল ভ্যাকেন্ট, মানি না, মানবো না’। ‘হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘অবৈধ সিন্ডিকেট সিদ্ধান্ত মানি না, মানবো না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘ভয় দিয়ে আন্দোলন, থামানো যাবে না’ সহ বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারা হল ছাড়বেন না। হল ছাড়তে হলে তাদের রক্তের উপর দিয়ে হল ছাড়াতে হবে। একইসঙ্গে তারা সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বলেন, হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত আন্দোলনকে দীর্ঘায়িত এবং ভিন্নখাতে প্রবাহিত করার একটি প্রচেষ্টা। আমরা আগামীকাল হল ছাড়ছি না। হল ভ্যাকেন্ট বা খালি যদি করতে হয় আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, ৬ দফা দাবিতে আন্দোলন করছি। ভিসির বাসভবনে তালা লাগিয়ে দিয়েছিলাম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থীদের না জানিয়ে তালা ভেঙে ভবনে প্রবেশ করেছেন। এর প্রতিবাদে সকালে একটি মিছিল বের করা হয়। একজন শিক্ষক ছাত্রের ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করে। আমরা শিক্ষকদের কাছ থেকে এ ধরনের আচরণ আশা করি না। আমরা আশা করি শিক্ষকরা আমাদের যোক্তিক দাবির সঙ্গে একমত জানাবেন।

তারা বলেন, আমাদের যে ১৫০ জন ভাই-বোন আহত হয়েছে, রক্ত ঝড়িয়েছে তাদের খোঁজ খবর এখনও পর্যন্ত নেয়নি। হাসপাতালে যাননি, শিক্ষার্থীদের পাশে দাড়াননি। আমরা আন্দোলন চালিয়ে যাব। এখনও পর্যন্ত আন্দোলনে অটল আছি। শুধু আমাদের ৫ দফা দাবি নামমাত্র মেনে নিলে হবে না। ভিসি-প্রো-ভিসি পদত্যাগসহ ছয় দফা দাবির প্রত্যেকটি মানতে হবে। আমাদের আন্দোলনকে দীর্ঘায়িত এবং ভিন্নখাতে নেওয়ার জন্য জোর করে যে হল ভ্যাকেন্ট দেওয়া হয়েছে তা প্রত্যাখ্যান করছি। এর আগে সন্ধ্যায় নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় কুয়েট কর্তৃপক্ষ। এতে আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সব প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১০

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১১

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১৩

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১৪

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১৫

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৬

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৭

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৮

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৯

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

২০
X