টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাসফরের চার বাসে ডাকাতি

ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘাটাইল থানা পুলিশ। ছবি : কালবেলা
ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘাটাইল থানা পুলিশ। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় শিক্ষা সফরের চারটি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চার টার দিকে ডাকাতরা বাস থেকে মালপত্র লুট করে চম্পট দেয়।

জানা গেছে, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়টি ঘাটাইল উপজেলার স্বীমানা ঘেষা। মঙ্গলবার ভোরে চারটি বাস নিয়ে ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য নাটোরের গ্রীনভ্যালি পার্কের উদ্দেশে রওনা দেন।

ভোর সাড়ে চারটার দিকে বাস চারটি ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা নামকস্থানে পৌঁছলে তারা ডাকাত দলের কবলে পড়েন।

বাসের সামনের সিটে বসে ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান। তিনি জানান, রাতের বেলা রাস্তা খালি পেয়ে দ্রুত গতিতে বাস চলছিল। হঠাৎ তিনিসহ অন্যরা সড়কের মাঝ বরাবর গাছের গুঁড়ি দেখতে পান। তিনি বুঝে ফেলেন এই কাজ ডাকাতদের। সতর্ক করেন সবাইকে। বন্ধ করে দেওয়া হয় গাড়ির জানালা ও গেট। কিছু বুঝে উঠার আগেই ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে আঘাত শুরু করে। ডাকাতরা পেছনের গাড়ি থেকে তাদের মালামাল লুট করা শুরু করে। এরই মধ্যে তিনি জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে তিনটি গাড়ির যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করা শেষ করে ডাকাতরা।

খলিলুর রহমান আরও জানান, ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ ও ১০টা স্মার্টফোন নিয়ে গেছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯) ডাকাতদের মারধরে আহত হয়েছেন।

আহত সাখাওয়াত হোসাইন রবিন জানান, তিনি দুই নম্বর গাড়িতে ছিলেন। ওই গাড়িতে শুধু ছাত্রীরা ছিল। ডাকাতরা তার কাছে থেকে মোবাইল নেওয়ার পর যখন ছাত্রীদের দিকে যাচ্ছিল তখন তিনি বাধা দেন। এর ফলে তারা তাকে দায়ের উল্টো পিঠ দিয়ে আঘাত করে।

ডাকাতদের অস্ত্র ও ভয়ঙ্কর রূপ দেখে গাড়িতে জ্ঞান হারান কৃষি বিষয়ের শিক্ষক আবুল কালাম (৫২)।

সপ্তম শ্রেণির ছাত্রী সিনথিয়া আক্তার জানায়- ভয়ে সে অনেক কেঁদেছে। এখনও তার ভয় দূর হয়নি।

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন জানান, মাঝেমধ্যেই ওই স্থানে (লক্ষণের বাধা) ডাকাতির ঘটনা ঘটে। গত বুধবারও (১৯ ফেব্রুয়ারি) একই স্থানে ডাকাতি হয়েছে।

মালিরচালা গ্রামের লিটন ভূইয়া জানান, সড়কে গাছ ফেলে একই ভাবে গত বুধবারের ডাকাতির ঘটনায় মোটরসাইকেল ও কাঁচামালের ট্রাক আটকে তাদের কাছ থেকে সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে ঘাটাইল-সাগরদীঘি সড়কে গাছ ফেলে শিক্ষা সফরে যাওয়ার পথে চারটি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

তিনি জানতে পেরেছেন- ডাকাতরা সাতটি মোবাইল ও দুই হাজার ৭০০ টাকা নিয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকার লোকদের নিয়ে বৈঠক করেছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

একই সড়কে ১০ দিনে তিন ডাকাতি

এর আগে ১৫ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে একই সড়কের সন্ধানপুর ইউনিয়নের ফকিরচালা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে ১০টি ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল। গত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এক মাসে ঘাটাইলে পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই পাঁচবাড়ি থেকে নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতরা চালকদের কাছ থেকে নগদ টাকাসহ স্মার্টফোন লুট করে নিয়ে যায়। চালকদের মারধর করে যানবাহন ভাঙচুরও করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘাটাইল উপজেলা সদর থেকে সাগরদীঘি পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে। গত ১০ দিনে সড়কের একই স্থানে তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের দল চালকসহ যাত্রীদের মালপত্র লুটে নেয়। শুধু তাই নয়, চালক ও যাত্রীদের মারধর করে যানবাহনে ভাঙচুরও করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর পেলেন বিএনপির আরেক নেতা

অবশেষে শেষ হলো শিরীন শিলার ‘নীল আকাশে পাখি উড়ে’

পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে : সেনাবাহিনী কেন লক্ষ্যবস্তু?

‘শেখ হাসিনার ফাঁসি কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে’

‘ছেলের কথা শুনতে পারলে কলিজাটায় শান্তি লাগতো’

প্রচণ্ড মাথাব্যথা? দূর করবেন যেভাবে

প্রযোজকের কু-প্রস্তাবের শিকার পায়েল

যুবদল নেতা কিবরিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি আমিনুলের

চবির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / বিশ্ববিদ্যালয় দিবসে চালু ছিল ক্লাস-পরীক্ষা, হয়নি আলাদা আয়োজন 

আদালতের নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

১০

পারিবারিক কলহ, স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

১১

স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরেরর ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ 

১২

খুলনা শিশু হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ

১৩

অক্টোবর মাসে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, আহত ৫৮৯ 

১৪

হবিগঞ্জ হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি

১৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, হিমেল হাওয়ার দাপট

১৬

আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি, শিক্ষকের শূন্যপদের চাহিদা চাইল এনটিআরসিএ

১৭

‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

১৮

দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড : ডিএমপি

১৯

বিদেশি তরুণীকে একা পেয়ে কুপ্রস্তাব-অশালীন আচরণ, যুবক গ্রেপ্তার

২০
X