টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, অতঃপর...

গোপন ক্যামেরা। ছবি : সংগৃহীত
গোপন ক্যামেরা। ছবি : সংগৃহীত

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর থানা) আমলি আদালতের বিচারক এসিজিএম গোলাম মাহবুব খান এ আদেশ দেন।

এদিন দুপুরে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠান। এর আগে এদিন সকাল থেকে অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা টাঙ্গাইলের আদালত চত্বরে উপস্থিত হতে থাকেন।

জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে হাসপাতালের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন অন্য ইন্টার্ন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৯০৭ নম্বর ওয়াশরুমে এক নারী ইন্টার্ন চিকিৎসক একটি স্পাই কলম (ক্যামেরা) দেখতে পান। তিনি ক্যামেরাটি নিয়ে বাইরে এলে রায়হান কবির ইমন সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ধস্তাধস্তিতে জড়ান। এ সময় তিনি ওই নারী চিকিৎসককে একটি কক্ষে আটকে রাখারও চেষ্টা করেন। একপর্যায়ে সেটি ভেঙে ফেলা হয়।

অভিযোগে বলা হয়, রায়হান কবির ইমনের বিরুদ্ধে গত পাঁচ বছর ধরে নারী ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ রয়েছে।

রোববার রাতেই ওই নারী চিকিৎসক যৌন হয়রানির অভিযোগ এনে হাসপাতালের পরিচালকের কাছে লিখিত আবেদন করেন।

এর প্রেক্ষিতে সোমবার হাসপাতালের পরিচালক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

সোমবার দুপুরে তদন্ত বিষয়ে আলোচনা করতে গেলে অন্য চিকিৎসকরা পরিচালক ও অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক ইমনকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশে সোপর্দের সময় ইমনকে মারধর করা হয়।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় তিনি বাদী হয়ে অভিযুক্ত রায়হান কবির ইমনের নামোল্লেখ ও আরও ১/২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেছেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, অভিযুক্ত ইমনকে সোমবার রাতেই পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুস বাদী হয়ে একজনের নামোল্লেখ ও আরও ১/২ জনকে অজ্ঞাত আসামি করে মডেল থানায় মামলা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েননি কেন, জামায়াতকে তারেক রহমান

ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ১০ মুসলিম বিজ্ঞানী

স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংঘর্ষ

নেতা হয়ে নয়, আপনাদের ভালোবাসায় থাকতে চাই : মান্নান

বলিউডে ২৫ বছরে এই প্রথম যা ঘটতে যাচ্ছে, অপেক্ষায় সিনেপ্রেমীরা

জামায়াত প্রার্থীর রিট খারিজ, কায়কোবাদের প্রার্থিতা বহাল

জাতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় আছে : রবিন

উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময় ২৫টি হালাল ব্যবসার ধারণা

সাংস্কৃতিক কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় মনির খান

তনির সাবেক স্বামীর মামলা খারিজ

১০

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি ব্যাটার

১১

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত প্রায় ৬ হাজার

১২

চাঁদাবাজির তকমা দিয়ে নির্বাচন করা যাবে না : মির্জা আব্বাস

১৩

ভালোবাসা দিবসে বিষাদমাখা প্রেমের গল্প

১৪

এক কলেজ থেকে মেডিকেলে সুযোগ পেলেন ১০৮ শিক্ষার্থী, দেওয়া হলো সংবর্ধনা

১৫

সমাবেশ মঞ্চে তারেক রহমান

১৬

বিয়ে না করেই জামালপুর ছাড়লেন চীনা যুবক

১৭

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর দিল মন্ত্রণালয়

১৮

মায়ের গায়ে হাত তোলা মানে পুরো জাতির ওপর আঘাত : জামায়াত আমির

১৯

নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, অতঃপর...

২০
X