রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই, অতঃপর...

পুলিশকে মেরে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটককৃতরা। ছবি : কালবেলা
পুলিশকে মেরে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটককৃতরা। ছবি : কালবেলা

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে মারধর করে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার এক ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে মাদক উদ্ধার অভিযানে গেলে গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়ে পরিবারের সদস্যরা ফরিদ শেখ নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান আহত হন।

আটক ব্যক্তিরা হলো ফরিদ শেখের দুই ভাই আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (৪৭) ও মিন্টু শেখ (৫৫), ভাবি শেফালী বেগম (৪৩), দুই ননদ নাসিমা বেগম (৩৫) ও শিমু বেগম (২০) এবং ভাতিজি সোহাগী বেগম (২৫)।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীবাধা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় পুলিশ ফরিদের হাতে হাতকড়া লাগিয়ে গাড়িতে তোলার চেষ্টা করলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা ফরিদের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে, পরে রাজবাড়ী সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ‘ফরিদ শেখকে মাদকসহ আটক করার পর তার পরিবারের সদস্যরা আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হন। হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক ফরিদ ও তার স্ত্রী মুক্তা আক্তারকে ধরতে অভিযান চলছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, ‘পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফরিদের পরিবারের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন কালবেলাকে বলেন, ‘ফরিদ শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। আজকের অভিযানে তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১০

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১১

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১২

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৩

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৪

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১৫

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৬

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৭

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৮

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১৯

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

২০
X