হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

অবৈধ বিদ্যুৎ সংযোগ, দুই পুত্রসহ সাবেক এমপির বিরুদ্ধে মামলা

হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী (বাঁয়ে) ও তার দুই ছেলে। ছবি : সংগৃহীত
হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী (বাঁয়ে) ও তার দুই ছেলে। ছবি : সংগৃহীত

বাসায় ও ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ স্থাপন করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে নোয়াখালী হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী এবং তার দুই ছেলের বিরুদ্ধে মামলা করেছে বিদ্যুৎ বিভাগ। মামলায় তাদের বিরুদ্ধে ২ কোটি ৮২ লাখ টাকা জরিমানা উল্লেখ করা হয়।

গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী বিদ্যুৎ আদালত (যুগ্ম জেলা জজ) ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের নেতৃত্বে অবৈধ সংযোগ ও বকেয়াধারী গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়। এতে সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার দুই ছেলে আশিক আলী অমি এবং মাহতাব আলী অদ্রির অবৈধভাবে স্থাপন করা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মিটারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শেখ ফিরোজ কবির, হাতিয়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মসিউর রহমানসহ স্থানীয় বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার ছেলেরা ৮-১০ বছর যাবত তার দুইটি বাসা এবং গুদামে ব্যবহারিত মিটারের পাশাপাশি হুকিং করে ভিন্নভাবে অবৈধ সংযোগের মাধ্যমে ফ্রিজ, এসিসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতেন। এমন কি তার ঠিকাদারি প্রতিষ্ঠান এম আলী করপোরেশনের মালামাল ঝালাই, রড কাটা, গ্রিল তৈরিসহ সকল লৌহার কাজ করতেন। কেউ ভয়ে কিছু বলতে পারত না। সরকার পতনের পর তার এসব অনিয়মের বিরুদ্ধে প্রমাণসহ জেলায় লিখিত অভিযোগ পাঠানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে মোতাবেক অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিদ্যুৎ আইনের ৩২, ৩৩, ৪৪, ৪৭, ৪৮, ৫৪ ধারায় সি আর-৯৮/২৫, ৯৯/২৫, ১০০/২৫ মামলায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭৭৯ টাকা। বড় ছেলে আশিক আলী অমির (সাবেক উপজেলা চেয়ারম্যান) বিরুদ্ধে ১ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকা। ছোট ছেলে মাহতাব আলী অদ্রির বিরুদ্ধে ৪৬ লাখ ৩০৪২ টাকাসহ সর্বমোট ২ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩৮৬ টাকা জরিমানা করা হয়েছে। সে সঙ্গে তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়।

অভিযানে আরও ৪টি অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ১১ জন বকেয়া গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

হাতিয়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মসিউর রহমান কালবেলাকে বলেন, বিগত ৮-১০ বছর যাবত সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার ছেলেরা প্রভাব খাটিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করে ব্যবহার করে আসছে। তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে দুই কোটি ৮২ লাখ ৮ হাজার ৩৮৬ টাকা জরিমানা করা হয়েছে।

এত বছর কেন এ বিষয়ে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, আমরা সবাই তার কাছে জিম্মি ছিলাম। কয়েকবার পদক্ষেপ নিয়েও ব্যর্থ হয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা / প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের : তারেক রহমান

স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু

দেশের প্রশ্নে কোনো বিভাজন নয় : ডিসি তানভীর

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ

বরিশালে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে গর্ব করি : ধর্ম উপদেষ্টা

আ.লীগ গণশত্রুতে পরিণত হয়েছে : ডা. জাহিদ

আফগান সিরিজের আগে সুসংবাদ পেলেন একাধিক টাইগার ক্রিকেটার

সর্দার দুলালসহ আন্তঃজেলার ১৩ ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

১০

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কী বললেন আইন উপদেষ্টা

১১

বোরকা পরে হাসপাতালে পরীমনি!

১২

হার্দিকের আধিপত্য ভাঙলেন পাক তারকা, বিশ্বরেকর্ড অভিষেকের

১৩

রংপুর বিভাগের সব পূজামণ্ডপে নিরাপত্তা সন্তোষজনক : ডিআইজি আমিনুল

১৪

‘আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই বলেননি প্রধান উপদেষ্টা’ 

১৫

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে নজরুল ইসলাম আজাদ

১৬

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না?

১৭

৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী!

১৮

‘জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে আইনি ভিত্তি বাধ্যতামূলক’

১৯

আবারও বিচার নিয়ে আইসিসির দ্বারস্থ ভারত, নেপথ্যে যে কারণ

২০
X