দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ
ব্রি ধান-৯৮

আউশ মৌসুমের জাতটিতে কেন খুশি কৃষক

কুমিল্লার দেবিদ্বারে ব্রি ধান-৯৮ জাতের ধান কাটা শুরু করেছেন কৃষকরা। ছবি : কালবেলা
কুমিল্লার দেবিদ্বারে ব্রি ধান-৯৮ জাতের ধান কাটা শুরু করেছেন কৃষকরা। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বারে আউশ মৌসুমের নতুন জাত ব্রি ধান-৯৮ কাটা শুরু করেছেন কৃষকরা। এ জাতের ধানে বিঘা প্রতি ফলন পাওয়া যাচ্ছে ১৮ থেকে ২০ মণ।

অপরদিকে আউশ মৌসুমের প্রচলিত জনপ্রিয় জাত ব্রি ধান-৪৮-এর ফলন পাওয়া যাচ্ছে বিঘা প্রতি সর্বোচ্চ ১৪ থেকে ১৫ মণ। কৃষি কর্মকর্তারা বলছেন ভবিষ্যতে দেবিদ্বারে ব্রি ধান-৯৮ আউশ মৌসুমের মেগা ভ্যারাইটি হতে যাচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর পরীক্ষামূলকভাবে ১ হাজার ৫০ হেক্টর জমিতে ব্রি ধান-৯৮ জাতের চারা রোপন করেন চাষীরা।

গত কয়েক মাস আগেও কৃষকরা এ জাতের ধান সম্পর্কে জানতেন না। উপজেলা কৃষি কর্মকর্তারা আউশ মৌসুম শুরুর আগে কৃষকদের ব্রি ধান-৯৮ চাষে উদ্বুদ্ধ করতে শুরু করেন। পরে বিএডিসি বীজ ডিলারদের মাধ্যমে বিভিন্ন বাজারে বীজের প্রাপ্যতা নিশ্চিতও করেন তারা। স্থানীয় কৃষি উপসহকারীর পরামর্শ ও সহযোগিতায় কৃষকরা ব্রি ধান-৯৮ বীজ কিনে বীজতলা তৈরি শুরু করেন। বর্তমানে ঘরে ধান তোলায় ব্যস্ত কৃষকরা।

গত বছর উপজেলার তিনটি গ্রামে দুই হেক্টর জমিতে ব্রি ধান-৯৮-এর পরীক্ষামূলক চাষ শুরু করা হয়। ব্রি ধান-৯৮ সবচেষে বেশি চাষ হয়েছে মোহনপুর ইউনিয়নে।

এ ইউনিয়নের কৃষক গোলাম মোস্তাফা, আব্দুস সামাদ, আবুল কালাম প্রথমবারের মতো চাষ করেছেন ব্রি ধান-৯৮ জাতটি। প্রচলিত সব জাতের থেকে ফলনের বেশি ও আকার আকৃতিতে চিকন হওয়ায় বেশ খুঁশি তারা। ধান চিকন হওয়ায় ভালো দাম পাওয়ার আশা করছেন তারা।

ব্রি ধান-৪৮-এর চেয়ে মণ প্রতি ধানের মান ভেদে ৫০ থেকে ১০০ টাকা বেশি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

মোহনপুর ব্লকের উপসহকারী কৃষি অফিসার মো. সুলতান আহম্মেদ বলেন, ‘এর আগে মোহনপুর ইউনিয়নে ব্রি ধান-৯৮ চাষ হয়নি। মৌসুমের শুরুতে আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির কার্যক্রমের অংশ হিসেবে জাতটি নিয়ে কাজ শুরু করি আমরা। মোহনপুর ইউনিয়নে আউশের জমি বৃদ্ধির সুযোগ নেই। তাই জাত পরিবর্তনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে মনযোগ দিয়েছি। প্রথম দিকে খরা এবং তাপদাহে কৃষকরা কিছুটা হতাশ ছিলেন। তবে সেচের ব্যবস্থা হতেই ধানগাছের বৃদ্ধিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন ফলন দেখে কৃষক বেশ খুশি।’

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচি, এনএটিপি-২ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এবং রাজস্ব খাতের প্রদর্শনী বাস্তবায়নে প্রাধান্য দেওয়া হয়েছে ব্রি ধান-৯৮ জাতটি। এতে কৃষক পর্যায়ে পর্যাপ্ত বীজ সংরক্ষণ সম্ভব হবে, যা আগামী বছর জাতটির বিস্তারে ভূমিকা রাখবে।

তা ছাড়া বিএডিসি বীজ ডিলারদের এক টন করে বীজ উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলা সম্ভব হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায় বলেন, ‘২০২১ সাল থেকে ব্রি ধান-৯৮ জাতটি সম্পর্কে কাজের অভিজ্ঞতা রয়েছে। জাত পরিবর্তনের মাধ্যমে আউশের ফলন ও উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে দেবিদ্বার উপজেলায় যোগদানের পরই কাজ শুরু করি। তাপদাহ উপেক্ষা করে উপসহকারী কৃষি অফিসাররা মাঠ পর্যায়ে কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘নতুন করে ২৩৭ হেক্টর জমি আউশের আওতায় এসেছে। এ বছর দেবিদ্বার উপজেলায় ব্রি ধান-৯৮ সম্প্রসারণের ফলে প্রায় ৯৪১ মেট্রিক টন অতিরিক্ত ধান উৎপাদন হবে। যার বাজার মূল্য ১ হাজার ১০০ টাকা মণ প্রতি হিসেবে ২ কোটি ৫৮ লাখ টাকা। ভবিষ্যতে ব্রি ধান-৯৮ আউশ মৌসুমের মেগা ভ্যারাইটি হতে যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১০

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১১

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

১২

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

১৩

হার্ভার্ডে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা চরমে, ঝুঁকিতে ইহুদি শিক্ষার্থীরাও

১৪

পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি ৬ পরিবারের

১৫

আ.লীগ আর কোনোভাবেই রাজনীতি করতে পারবে না : সারজিস

১৬

রাষ্ট্রদ্রোহ মামলা / চিন্ময় দাসের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা

১৮

সাংবাদিকতা ও মত প্রকাশ রোধের পুনরাবৃত্তি হচ্ছে : এমএসএফ

১৯

২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 

২০
X