পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাবার অপেক্ষায় বাড়ির উঠানে ছেলের লাশ

বাড়ির উঠানে লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে ছেলের লাশ। ছবি : কালবেলা
বাড়ির উঠানে লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে ছেলের লাশ। ছবি : কালবেলা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে ওই যুবকের মৃত্যুর ২০ ঘণ্টা পার হলেও এখনো দাফন হয়নি। জানা গেছে, জেলে থাকা বাবা-চাচার অপেক্ষায় বাড়ির উঠানে লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে ছেলের লাশ। তারা কখন আসবেন জানে না কেউ। এদিকে স্বজনদের অপেক্ষার প্রহর যেন কাটছে না।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে বোয়ালিয়া মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা কুড়িপাড়া গ্রামের মো. নাজিমুদ্দিন মন্ডলের ছেলে। তিনি রাজবাড়ী কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জমিসংক্রান্ত বিরোধে নিহত জুয়েলে বাবা নাজিমুদ্দিনের সাথে চাচাত ভাই এতেম আলীর মারামারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নাজিমুদ্দিন মন্ডল ও তার পাঁচ ভাইকে আসামি করে পাংশা মডেল একটি মামলা করেন এতেম আলীর পরিবার। উক্ত মামলায় গত বছর দোষী সাব্যস্ত হওয়ায় নাজিমুদ্দিনসহ তার তার পাঁচ ভাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত।

নাজিমুদ্দিনের ভাতিজা কামাল মন্ডল কালবেলাকে বলেন, গত ২৪ ফেব্রুয়ারি আমার বাবা ও পাঁচ চাচা উক্ত মামালায় রাজবাড়ী কোর্টে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামুঞ্জুর করে জেল হাজতে পাঠায়। গত দুইদিন আগে হাইকোর্ট থেকে জামিন হয়েছে। গতকাল (মঙ্গলবার) আমি ও আমার চাচাত ভাই জুয়েল রানাসহ ৫-৬ জন রাজবাড়ী কারাগারে আমার বাবা ও চাচাদের আনতে যায়। কিন্তু হাইকোর্ট থেকে জামিনের নথি না আসায় তাদের (বাবা-চাচা) মুক্তি হয়নি। এরপর রাজবাড়ী থেকে ফেরার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল রানার মৃত্যু হয়। এ ঘটনায় রেজাউল ইসলাম (মোটরসাইকেল চালক) নামে আমার আরও এক ভাই আহত হয়। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, জেলে থাকা বাবা ও চাচাদের জন্য আমার ভাইয়ের মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে। আজ (বুধবার) তারা রাজবাড়ীর কারাগার থেকে সন্ধ্যায় মুক্তি পাবেন। তারা আসলে আমাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে জুয়েলের দাফন সম্পন্ন হবে। তবে ভাইয়ের মৃত্যুর খবর তাদের দেওয়া হয়নি যোগ করে তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পরও শান্তর মুখে হতাশা

ঘুষ ছাড়া ফাইল ছাড়েন না কর্মকর্তা, রাজশাহী মাউশি কার্যালয়ে দুদক

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

মে মাসে পুড়তে পারে দেশ

ভাঙা হলো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

১০

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

১১

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

১২

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

১৩

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

১৪

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

১৫

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

১৬

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১৭

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১৮

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১৯

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

২০
X