পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাবার অপেক্ষায় বাড়ির উঠানে ছেলের লাশ

বাড়ির উঠানে লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে ছেলের লাশ। ছবি : কালবেলা
বাড়ির উঠানে লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে ছেলের লাশ। ছবি : কালবেলা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে ওই যুবকের মৃত্যুর ২০ ঘণ্টা পার হলেও এখনো দাফন হয়নি। জানা গেছে, জেলে থাকা বাবা-চাচার অপেক্ষায় বাড়ির উঠানে লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে ছেলের লাশ। তারা কখন আসবেন জানে না কেউ। এদিকে স্বজনদের অপেক্ষার প্রহর যেন কাটছে না।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে বোয়ালিয়া মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা কুড়িপাড়া গ্রামের মো. নাজিমুদ্দিন মন্ডলের ছেলে। তিনি রাজবাড়ী কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জমিসংক্রান্ত বিরোধে নিহত জুয়েলে বাবা নাজিমুদ্দিনের সাথে চাচাত ভাই এতেম আলীর মারামারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নাজিমুদ্দিন মন্ডল ও তার পাঁচ ভাইকে আসামি করে পাংশা মডেল একটি মামলা করেন এতেম আলীর পরিবার। উক্ত মামলায় গত বছর দোষী সাব্যস্ত হওয়ায় নাজিমুদ্দিনসহ তার তার পাঁচ ভাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত।

নাজিমুদ্দিনের ভাতিজা কামাল মন্ডল কালবেলাকে বলেন, গত ২৪ ফেব্রুয়ারি আমার বাবা ও পাঁচ চাচা উক্ত মামালায় রাজবাড়ী কোর্টে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামুঞ্জুর করে জেল হাজতে পাঠায়। গত দুইদিন আগে হাইকোর্ট থেকে জামিন হয়েছে। গতকাল (মঙ্গলবার) আমি ও আমার চাচাত ভাই জুয়েল রানাসহ ৫-৬ জন রাজবাড়ী কারাগারে আমার বাবা ও চাচাদের আনতে যায়। কিন্তু হাইকোর্ট থেকে জামিনের নথি না আসায় তাদের (বাবা-চাচা) মুক্তি হয়নি। এরপর রাজবাড়ী থেকে ফেরার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল রানার মৃত্যু হয়। এ ঘটনায় রেজাউল ইসলাম (মোটরসাইকেল চালক) নামে আমার আরও এক ভাই আহত হয়। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, জেলে থাকা বাবা ও চাচাদের জন্য আমার ভাইয়ের মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে। আজ (বুধবার) তারা রাজবাড়ীর কারাগার থেকে সন্ধ্যায় মুক্তি পাবেন। তারা আসলে আমাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে জুয়েলের দাফন সম্পন্ন হবে। তবে ভাইয়ের মৃত্যুর খবর তাদের দেওয়া হয়নি যোগ করে তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের যে ক্রিকেটারের সঙ্গে দেখা করতে চান তামিম

জিএম কাদেরের বাসভবনের সামনে কুশপুত্তলিকা দাহ

উত্তাল বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ, প্রাদেশিক পার্লামেন্টে আগুন

‘মন্ত্রীদের চেয়ারটা নির্লজ্জদের জন্যই’ নুর ইস্যুতে আসিফ আকবর

গণঅধিকার পরিষদের সিএমপি কার্যালয় ঘেরাও

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের

কাজের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, বেতন ৮০ হাজার

‘চিরকাল বন্ধু বা শত্রু থাকে না, স্থায়ী শুধু স্বার্থ’: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

হাসপাতালে নুর, সমালোচনার মুখে জয়

জাতীয় বিতর্ক উৎসবে রানার্সআপ জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

১০

ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব

১১

আপনার ফোনের চার্জার আসল নাকি নকল, বুঝবেন যেভাবে

১২

ভারতের গুজরাটে ভারী বৃষ্টিতে রাস্তায় ডুবে যাচ্ছে গাড়ি

১৩

ডাকসু নির্বাচন / বাগছাসের ইশতেহার ঘোষণা

১৪

জাপাকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবি হেফাজতের

১৫

ভিপি নুরের ওপর হামলার নিন্দা সমমনা জোটের

১৬

স্থানীয় সরকার বিভাগে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

১৭

নিজের ব্যাগে থাকা জুস খেয়ে অজ্ঞান পার্টির সদস্য অচেতন

১৮

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

১৯

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টস জয়, দেখে নিন একাদশ

২০
X